নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ম্যাচের আগে কোচ এদগার্দো বাউসা বলেছিলেন, যেভাবে হোক তার দল জয় পেলেই চলবে। কিন্তু এমন জয় নিশ্চয় তিনি চাননি। বাংলাদেশ সময় গতকাল ভোরে আর্জেন্টিনা জিতেছে ঠিকই কিন্তু পাড় আর্জেন্টাইন ভক্তরাও বলতে পারবেন না এদিন তাদের দল ভালো ফুটবল খেলে জিতেছে। নিজেদের মাঠে চিলির বিপক্ষে একমাত্র গোলের জয়টিও ছিল লিওনেল মেসির পেনাল্টির সুবাদে পাওয়া। তাতে দুই কোপা আমেরিকার ফাইনালে হারের প্রতিশোধ নয়, রাশিয়া বিশ্বকাপের টিকিট পাওয়ার সম্ভবনা আরেকটু উজ্জ্বল হওয়াতেই আপাতত স্বস্তি। কিন্তু এভাবে খেলে আকাশি-নীলরা কতদুর এগুবে এ প্রশ্ন থেকেই যাচ্ছে।
তিতের ব্রাজিলের চিত্রটা কিন্তু ঠিক এর বিপরীত। দুর্দান্ত খেলেই উরুগুয়ের মাঠে থেকে ৪-১ গোলের বিশাল জয় নিয়ে ফিরেছে তার দল। নেইমারকে আড়াল করে জয়ের নায়ক পাওলিনহো। আসরে আগের পাঁচ ম্যাচে মাত্র এক গোল পাওয়া চায়না লিগের এই মিডফিল্ডার এদিন একাই করেন তিন গোল। তার হ্যাটট্রিকে দারুণ অবদান রাখেন নেইমার। বার্সা নাম্বার ইলেভেন নিজেও করেন এক গোল। অথচ উরুগয়ের মাঠে কাভানির গোলে শুরুতে পিছিয়ে পড়েছিল সফরকারীরাই। সেই গোলই যেন তাতিয়ে তোলে নেইমার-আলভেস-পাওলিনহোদের। ঘুরে দাঁড়িয়ে ছিনিয়ে নিলেন দুর্দান্ত জয়। আসরে একসময় ধুকতে থাকা সেলেসাও দলটিও তিতের অধীনে জয় পেলো টানা সাত ম্যাচেই।
বুয়েন আয়ান্সের ম্যাচের চিত্র ছিল ঠিক এর উল্টো। অথচ এই মাঠে স্বাগতিক দলের আক্রমণভাগে ছিলেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, এঞ্জেল ডি মারিয়ার মত বিশ্ব তারকারা। এতটাই তারকাখচিত যে এই দলে দিবালা-ইকার্দি-লামেলাদের মত তারকাদেরও জায়গা হয় না! এর পরও বরাবরের মত এদিনও তাদের আক্রমণভাগ ছিল নিষ্ফলা। কারণ? সেই আগুয়েরো। ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে চলতি মৌসুমে ৩৪ ম্যাচে করেছেন ২৫ গোল। জাতীয় দলের জার্সি পরে যেন সেই আগুয়েরোই হয়ে যান অচেনা কেউ। এদিনও পুরো ৫৫ মিনিটে পোষ্টে একটিবার শট নেয়া তো দুরের কথা এসময় সতীর্থদের কাছে পাসই দেন মাত্র ৮ বার! পজিসন ভুলে মাঠে চরে বেড়িয়েছেন ইচ্ছামত। ঠিক যেন পুরো আর্জেন্টিনার দিশেহারা ফুটবলের প্রতীক হয়ে থাকলেন এক আগুয়েরোই।
বাউসার সামনে আরো বড় চ্যালেঞ্চের নাম মাঠের মধ্যভাগ। হুয়ান রোমান রিকুয়েলমে চয়ে যাওয়ার পর থেকেই এই সমস্যায় ভুগছে আজেন্টিনা। যে কারণে মাঝে মাঝে মাঝমাঠে এসেও খেলতে হয় মেসিকে। এর আশপাশ থেকে তেমন কোন সাহায্যও পান না। সেখান থেকে ডি মারিয়া-হিগুয়েইন-আগুয়েরোদের কাছে বলের যোগান দিলেও বলটা শেষ গন্তব্যে পৌঁছে দেয়ার মত লোকেরও বড্ড অভাব। এদিন যেমন ডি বক্সের দুই তিন গজ সামনে থেকেও বলটা জালে পাঠাতে পারেননি নিকোলাস ওটোমেন্ডি। মেসিকে তাই মাঝমাঠ সামলে কখনো চলে আসতে হয় ডি বক্সে। আর রক্ষণের দুর্বলতা তো তাদের পুরোনো সমস্যা। সব মিলে আজেন্টাইন অধিনায়কের দ্বায়টাই যেন বেশি। জাতীয় দলে স্বাধীনভাবে খেলার সুযোগটা তো হারিয়েছেনই, সাথে দল বাজে খেলার চাপও এসে পড়ছে তার ঘাড়ে। দলের অতিগুরুত্বপূর্ণ সময়ে ত্রাতার ভুমিকাতেও দেখা যায় সেই মেসিকেই। এদিনও তার করা ষষ্ঠদশ মিনিটের ঠান্ডা মাথার পেনাল্টি গোলেই জয়সুচক গোলটি পায় তার দল।
এরপরও দল মেসি নির্ভর নয় বলে মনে করেন বাউসা, ‘আমি মনে করি না এই দল মেসি নির্ভর। আমি মনে করি সে ভালো একটা ম্যাচ খেলেছে। এখন আমাদের কাজ করার সময়, আমরা উন্নতি অব্যহত রাখতে চাই।’
প্রথমার্ধে চিলির ব্যর্থতায় ঢাকা পড়ছিল আর্জেন্টাইনদের বাজে ফুটবল। আসলে এদিন ভালো খেলেনি কোন দলই। প্রথমার্ধে তো কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের খুজেই পাওয়া গেল না। দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল তারা। অ্যালেক্সিস সানচেসের একটা ফ্রিকিক বার কাপিয়ে ফিরেও আসে। আর শেষ পনেরো মিনিট তো স্বাগতিক রক্ষণকে টালমাটাল করে ছাড়ে। কিন্তু কাঙ্খিত গোলের দেখা মেলানি। এ নিয়ে আক্ষেপ ঝরেছে চিলিয়ান কোচের কন্ঠেও, ‘আমি মনে করি ম্যাচের ফল সম্পূর্ণ অন্যায্য, কিন্তু এটাই বাস্তবতা যে আমরা হেরে গেছি। বাছাই পর্বে নিজেদের এগিয়ে নিতে মঙ্গলবারের ম্যাচে (ভেনিজুয়েলার বিপক্ষে) আমাদের জিততেই হবে।’
রাশিয়া বিশ্বকাপ ২০১৮ তে দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে নাম লেখানোটাও প্রায় নিশ্চিত ব্রাজিলের। নিজেদের মাঠে শুক্রবার প্যারাগুয়েকে হালেই সেটা নিশ্চিত হবে। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। হারের পরও ২৩ পয়ন্ট নিয়ে দুই নম্বরে উরুগুয়ে। ২২ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে আর্জেন্টিনা। তবে এই ধারা ধরে রাখতে বলিভিয়ার লা পাজে সাড়ে তিন হাজার ফুট উচ্চতায় বৃহস্পতিবার কঠিন পরীক্ষা দিতে হবে মেসিদের। হামেস রড্রিগুয়েজের একমাত্র গোলে বলিভিয়াকে হারিয়ে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই আছে কলম্বিয়া। এক পয়েন্ট কম নিয়ে তাদের পরেই ইকুয়েডর। এদিন তারা প্যারাগুয়ের কাছে হারে ১-০ গোল। ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি পড়ে গেছে শঙ্কায়। লাতিন আমেরিকার এই ১০ দলের মধ্যে শীর্ষ চারটি দল সরাসরি অংশ নেবে বিশ্বকাপে, পঞ্চম স্থানে থাকা দলকে পেরুতে হবে প্লেঅফের বাধা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।