Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদি আরবের স্থাপত্য কলেজে প্রথম নারী ডিন সুমাইয়া

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: সউদি আরবের নারীদের অনেক পর্দা করে চলতে হয়। সেখানে ড. সুমাইয়া বিনতে সোলেমান আলি নামের এক নারী দেশটির আবদুর রহমান বিন ফয়সাল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য কলেজ বিভাগের প্রথম নারী ডীন হিসেবে নিয়োগ পেয়েছেন। কয়েকদিন আগেই দেশটির নারী চিকিৎসক ডাঃ ডালাল নামনাকানী সউদি মেডিকেল ইউনির্ভাসিটির প্রথম নারী ডিন হয়ে ইতিহাস রচনা করেন। তার কিছুদিন পরই সুমাইয়া ডীন হিসেবে নিয়োগ পেয়ে নারীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। দেশটির শিক্ষামন্ত্রী আহমেদ আল ইসা গত ২৬ ফেব্রæয়ারি নামনাকানকে সউদি আরবে মেডিকেল ইউনির্ভাসিটির হিস্টোপেথলজি এবং এন্টোমিক বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেন। এই বিশ্ববিদ্যালয়ের অনুষদের প্রধানের দায়িত্ব পান। তার যোগ দানের পূর্বে সউদি আরবে নারীদের সর্বোচ্চ পদ ছিল পাবলিক কলেজ অথবা ইউনির্ভাসিটির সহকারী ডিন পর্যন্ত। এখন সুমাইয়া আবদুর রহমান বিন ফয়সাল বিশ্ববিদ্যালয়ের ডিজাইন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ