বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীতে জুয়েল নাথ (২৮) নামে এক সিএনজি অটোরিকশা চালককে অস্ত্রসহ গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার গভীর রাতে তাকে নগরীর কোতোয়ালি থানার ফিশারিঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ তার সিএনজি অটোরিকশাটিও জব্দ করেছে।
অভিযানে নেতৃত্ব দেয়া নগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এস আই) মো. ইলিয়াস খান বলেন, জুয়েলের বাড়ি চন্দনাইশ উপজেলায়। সেখান থেকে অস্ত্র ও গুলি নিয়ে নগরীতে বিক্রির জন্য জুয়েল আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। জুয়েল নাথ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নাথপাড়ার ফনিন্দ্র নাথের ছেলে। কোতয়ালি থানায় জুয়েলের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এস আই ইলিয়াস খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।