Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে অস্ত্রসহ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে নারী নির্যাতন, ধর্ষণ ও অস্ত্র মামলার আসামি রফিকুল ইসলাম রফিককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার গভীর রাতে পৌরসভার জঙ্গল জলদী ভিলেজার পাড়া থেকে তাকে পাকড়াও করা হয়। গ্রেফতার রফিক ওই পাড়ার মৃত সিরাজ মিয়ার ছেলে। থানার ওসি কামাল উদ্দিন জানান, নিজ কন্যাকে ধর্ষণসহ তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। পালাতক রফিকুল ইসলাম সাগরে মাছ ধরতে গিয়ে আত্মগোপনে থাকার পর বাড়িতে ফিরেছে, এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় শত শত মানুষ এলাকা ঘেরাও করে তাকে ধরে পুলিশে দেয়। পরে তার দেওয়া তথ্যমতে রান্নাঘর থেকে একটি এলজি, ৪ রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ- এক সময় রফিক উপজেলা সদরে সিএনজি অটোরিক্সার লাইন ম্যানের দায়িত্ব পেয়ে নির্বাচনে অংশ নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তখন থেকে বেপরোয়া হয়ে ওঠেন। ধর্ষণ মামলায় আসামি হয়ে মাছ ধরতে সাগরে চলে যান। সেখান থেকে রাতের আঁধারে উপকূলে এসে ডাকাতি করতেন রফিক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্রসহ ধর্ষণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ