বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে হাইওয়ে পুলিশ তল্লাশি চালিয়ে ১৩০ ভরি স্বর্ণের ১৩টি বারসহ আশ্রাফুল করিম স্বপন (৪০) কে আটক করেছে। সে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লভপুর গ্রামের আবদুল ওয়াদুদ এর ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মিয়ার বাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট ইব্রাহীম ও এসআই আমান উল্লার নেতৃত্বে মহাসড়কের চৌদ্দগ্রামের হাড়িসর্দ্দার এলাকায় ঢাকা গামী স্টার লাইন পরিবহন (ঢাকা- মেট্রো-ব ১৪-৫১১৯) তল্লাশী চালিয়ে স্বর্ণ বারগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে মিয়ার বাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট ইব্রাহীম জানান সকালে বাসে তল্লাশি করে এসব স্বর্ণের বারসহ আশ্রাফুলকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৫২ লক্ষ টাকা। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি মামলা রুজু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।