প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: দীপ্ত টিভি শুরু হচ্ছে ৬ পর্বের ধারাবাহিক দীপ্ত মিনি সিরিয়াল। শনি থেকে বৃহ¯পতিবার সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৬টায় ও রাত ৯টা ৩০ মিনিটে দেখা যাবে এই মিনি সিরিয়াল। প্রতি সপ্তাহে থাকছে নতুন নির্মাতা ও পরিচালকের ৬ পর্বের ধারাবাহিক। চ্যনেলটির কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের এই নতুন উদ্যোগের কথা জানান। এতে উপস্থিত ছিলেন টেলিভিশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী উরফী আহমদসহ বেশ কয়েকজন কর্মকর্তা। প্রথম সপ্তাহেই দেখানো হবে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত নাটক মুক্তির মানুষ। মুক্তির মিছিলে যোগ দেয়া মানুষের ত্যাগেই অর্জিত হয়েছিল স্বাধীনতা। সেই সব মানুষদের যুদ্ধ জয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে মুক্তির মানুষ। তবে প্রথম নাটকটির প্রতিটি পর্বে থাকবে নতুন গল্প। রেদওয়ান রনি প্রযোজিত এ নাটকটির পর্বগুলো পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক, আর বি প্রিতম, ফয়সাল রাজিব, তানিম পারভেজ, আতিক জামান ও ভিকি জাহেদ। মুক্তির মানুষ শুরু হবে ২৫ মার্চ রাত থেকে। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনোয়ার, আশনা হাবীব ভাবনা, তাসনুভা তিশা, মনোজ, মীর রাব্বি, দিলারা জামান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।