Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

হতাশায় আচ্ছন্ন রিয়াল শিবির

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক :  পরশু ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর হতাশা ছড়িয়ে পড়েছে পুরো বার্নাব্যু শিবিরে। সেটা বোঝা গেল ম্যাচ পরবর্তী সময়ে দলীয় কোচ জিনেদিন জিদান এবং দলের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রেনালদোর অভিব্যাক্তিতেই। একদিকে জিদান যেমন ‘পরের মৌসুমে কোচ পরিবর্তন হতে পারে’ বলে জানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন, তেমনি রোনালদো নিজ দলের খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন তোলায় উঠেছে সমালোচনার ঝড়।
ম্যাচ শেষে জিদান তাঁর প্রতিক্রিয়ায় বলেনÑ ‘পরের বছর হয়ত খেলোয়াড় আর কোচ পরিবর্তন হতে পারে।’ কথাটি তিনি কোন উদ্দেশ্যে বলেছেন তা অবশ্য বুঝে ওঠা ভার। কোচ হিসেবে এই প্রথম হার তাঁর। তার আগে এই চেয়ারে ছিলেন রাফায়েল বেনিতেজ। বেনিতেজের পদচ্যুত হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল ঘরের মাঠে ‘এল ক্লাসিকো’য় বার্সার কাছে তাঁর দলের ৪-০ গোলে হার। একই মৌসুমে এবার মাদ্রিদ ডার্বিতেও ঘরের মাঠে হারল রিয়াল। শুধু তাই না, বার্নাব্যু থেকে টানা তিন ম্যাচ জয় ছিনিয়ে নেওয়া একমাত্র দলও অ্যাটলেটিকো। সান্তিয়াগো বার্নাব্যুর দায়িত্ব নেওয়ার সময় লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সাথে রিয়ালের পয়েন্ট ব্যবধান ছিল মাত্র ২। এখন সেটা দাঁড়িয়েছে ৯ পয়েন্টে! গতরাতে বার্সেলোনা ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে জিতে থাকলে ব্যবধানটা দাঁড়াবে ১২! তা সত্ত্বেও এখনি তাঁর দল হাল ছাড়ছেন না জানিয়ে ৪৩ বছর বয়সী জানানÑ ‘আমাদের যেহেতু এখনও কিছু পাওয়ার আশা আছে, তাই এগিয়ে যেতে হবে।’ কিন্তু সেটা যে এখন অরো কঠিন হয়ে গেছে সেটাও স্বীকার করলেন সাবেক বার্নাব্যু তারকাÑ ‘লা লিগা জয়ের আশা এখনও শেষ হয়ে যায়নি। এই ম্যাচের আগে এটা কঠিন ছিল। এখন সেটা আরও কঠিন।’ পাশাপাশি ঘরের মাঠে নগর প্রতিপক্ষের কাছে হেরে যাওয়ায় তিনি যে খুব হতাশ সেটাও স্বীকার করলেন এই ফরাসি তারকাÑ ‘আজ আটলেটিকোর কাছে ঘরের মাঠে হেরে যাওয়া ছিল খুব কঠিন আঘাত। এটা কঠিন। সত্যি হচ্ছে, আমি এই ম্যাচ নিয়ে সন্তুষ্ট নই।’ পরে অবশ্য একটা অজুহাত দাঁড় করিয়েছেন জিজুÑ ‘যতটা ভেবেছিলাম, এই ম্যাচের জন্য ততটা প্রস্তুত আমরা ছিলাম না। বুধবার খেলে আসা একটি দলের বিপক্ষে আমাদের আরও দৌঁড়াতে হতো।’
এদিকে ম্যাচের পর সতীর্থদের মান নিয়ে সমালোচনা করে নিজেই সমালোচনার মুখে পড়েছেন রিয়ালের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ শেষে স্পেনের রেডিও কোপেকে তিনি বলেনÑ ‘সবাই যদি আমার মানের হতো, তাহলে আমরা সম্ভবত প্রথম হতাম।’ সতীর্থদের মান নিয়ে এই অসন্তোষ দেখানোর সময় তিনি তাঁর দলের খেলোয়াড় হেসে রদ্রিগেজ, লুকাস ভাসকুয়েস ও মাতেও কোভাচিচের কথা আলাদা করে বলেন। পরে অবশ্য পর্তুগিজ তারকা তাঁর করা মন্তব্যকে অস্বীকার করে তা ভুলভাবে ব্যাখা করা হয়েছে বলে জাননÑ ‘আমি এটা বলছিলাম না যে, আমি অন্যদের চেয়ে ভালো। আমি চোটের বিষয়টি বলছিলাম।’ এসময় তিনি নাকি গ্যারেথ বেল, মার্সেলো, পেপে ও করিম বেনজামার চোটের বিষয়টি বোঝাতে চেয়েছিলেন। নিজের মন্তব্যের ভুল ব্যাখ্যা নিয়ে সিআর-৭ আরো বলেনÑ ‘সতীর্থদের জন্য আমার সর্বোচ্চ শ্রদ্ধা আছে। আমি কখনোই তাদের আক্রমণ করতে পারি না। আমি নিজেকে অন্যদের চেয়ে ভালো মনে করি না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হতাশায় আচ্ছন্ন রিয়াল শিবির

২৯ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ