Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সালামের জানাযায় জনতার ঢল

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় ও সিজেকেএস’র সাবেক যুগ্ম সম্পাদক মসিহ সালামের (৪৯) প্রথম নামাজে জানাযা হালিশহর এল-ব্লক মসজিদে এবং বাদ আছর দ্বিতীয় নামাজে জানাযা এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সিটি মেয়র ও সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আলহাজ আলী আব্বাস, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোঃ আলমগীর, চিটাগাং ক্লাবের প্রেসিডেন্ট এম এ সালাম, প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য আমিনুল ইসলামসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক ও বিভিন্ন পেশার কর্মকর্তারা জানাযায় অংশ নেয়। আজ লালদীঘি মাঠে বাদ আছর তৃতীয় নামাজে জানাযা শেষে আলকরণস্থ মসজিদের পাশে কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, ১৯৮৭ সালে মসিহ সালাম ঢাকা আবাহনীতে প্রথম খেলার সুযোগ পান। সে বছর তার খেলা সবার নজর কাড়লে জাতীয় দলে স্থান পায়। গত শনিবার সন্ধ্যায় চিটাগাং ক্লাব মাঠে সিক্স এ সাইড টুর্ণামেন্ট খেলার একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন সাবেক এই তারকা ফুটবলার। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাফুফেসহ বিভিন্ন ক্লাব ও সংগঠক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সালামের জানাযায় জনতার ঢল

২৯ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ