নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম ডিএফএ নির্বাচনে সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে সভাপতি রেখে ১৩টি মনোনয়নপত্রের একটি প্যানেল জমা পড়েছিল গত বৃহস্পতিবার। চট্টগ্রাম ফুটবলের উন্নয়নের কথা বিবেচনা করে ঐদিনই জাতীয় দলের সাবেক ফুটবল তারকা খেলোয়াড় এজাহারুল হক টিপু সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যার কারণে সে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় এবং একই পদে একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকায় চট্টগ্রাম ডিএফএ নির্বাচন আর অনুষ্ঠিত হচ্ছে না। নির্বাচন কমিশন আগামী দু’একদিনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করবেন বলে জানা গেছে। মনোনয়নপত্র কেন প্রত্যাহার করা হলো এমন প্রশ্নের জবাবে এজাহারুল হক টিপু বলেন, ‘জাতীয় দলের সাবেক ফুটবলার হিসেবে আমার একটি পরিচিতি রয়েছে। তাছাড়া আমি একজন সরকারি কর্মকর্তাও। আমি মনে করেছিলাম ফুটবলের উন্নয়নের জন্য সদস্য পদে কেউ না কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবে। কিন্তু বাস্তবে আমাকে কেউই সাইড দিতে চায়নি। তাই নিজের সম্মানের কথা বিবেচনা করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।