Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামীমের ঘরে রাজপুত্র

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাবা হলেন ক্রিকেটার তামীম ইকবাল। গতকাল ভোরে থাইল্যান্ডের একটি হাসপাতালে তামীমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবালের কোলজুড়ে এসেছে ফুটফুটে পুত্র সন্তান। বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টায় তামীম নিজের ফেসবুক পেজে প্রথম বাবা হওয়ার খবর জানিয়ে সবার দোয়া চেয়ে লিখেছেন, ‘আমাদের পৃথিবীতে এসেছে একগুচ্ছ খুশি। সৃষ্টিকর্তার অপরা মহিমায় আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে পুত্র সন্তান। মা ও ছেলে দুজনই সুস্থ আছে, তবে ছেলেকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন ডাক্তাররা। আমাদের জন্য দোয়া করবেন।’
সন্তানের জন্মের জন্য স্ত্রীকে আগেই ব্যাংককে পাঠিয়ে দিয়েছিলেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান। দুবাইয়ে পাকিস্তান সুপার লিগে খেলে দেশে ফিরে গত ২০ ফেব্রুয়ারি ব্যাংকক যান তামীম। যাওয়ার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সন্তান পৃথিবীতে আসার পর ২-৩ দিনের বেশি দেরি করবেন না। দেশে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবেন। প্রথম বাবা হওয়ার মুহূর্তটিতে স্ত্রীর পাশে থাকতে চলতি এশিয়া কাপে খেলা হচ্ছে না তামীমের।
তার এই খুশি ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ক্রীড়াঙ্গণেও। হোম অব ক্রিকেট মিরপুরে চলছে এশিয়া কাপ টি-২০। চলছে বাংলাদেশের খেলাও। এমন দিনে এই খুশির সংবাদে কাভার করতে আসা সাংবাদিকদের মিষ্টিমুখ করিয়েছেন তামীমের বন্ধু ক্রীড়া সাংবাদিক মিনহাজ উদ্দিন। ড্যাশিং এই ওপেনারের এমন আনন্দের দিনে ইনকিলাব পরিবারের পক্ষ থেকেও প্রাণঢালা অভিনন্দন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তামীমের ঘরে রাজপুত্র

২৯ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ