পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সিলেট অফিস : সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সফলের লক্ষ্যে গঠিত কমিটির ১ম সভা গত সোমবার ইউনিভার্সিটির সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কমিটির চেয়ারম্যান ও ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা সভায় সভাপতিত্ব করেন।
এ সময় কমিটির প্রধান উপদেষ্টা ও ভিসি অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন, উপদেষ্টা ও প্রো-ভিসি অধ্যাপক শিব প্রসাদ সেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী, ইইই বিভাগের সিনিয়র প্রভাষক নওশাদ আহমদ চৌধুরী, সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী সভায় উপস্থিত ছিলেন। সভায় আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিতব্য মেট্রোপলিটন ইউনিভার্সিটির নিজস্ব জায়গায় স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সফলের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।