বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলা জেলা, তজুমদ্দিন উপজেলা সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনে শিবপুর খাসেরহাট বাজারে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনে পুড়ে গেছে ২৩টি দোকান। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ও স্থানীয়রা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ৬ জন আহত হয়। এতে ক্ষয়-ক্ষতি হয় ১ কোটি টাকার বেশি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায়, উপজেলার শিবপুর খাসেরহাট বাজারে গত রবিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে একটি স্টেশনারী ও কসমেটিকস্রে দোকান থেকে বিদ্যুতের শট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পরে আশ পাশের দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের, তজুমদ্দিন, বোরহান উদ্দিন ও ভোলা সদরের ৩টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নিভাতে এসে আহত হয়েছে তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিন মহাজন, কলেজ ছাত্রলীগের সভাপতি সবুজ পাটওয়ারী, মনজু, বাচ্চু ও আলমগীরসহ ১০-১৫ জন আহত হয়। পরে তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরই মধ্যে আগুনের ভয়াবহ লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে ২৫টি দোকান। আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ভোলা-৩ আসনের সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওনা তার ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা ও ঘর নির্মাণের জন্য টিন দেয়ার ঘোষণা দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।