Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাবের অভিযানে ১২শ’ কেজি জাটকা উদ্ধার একজনের কারাদন্ড

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল রোববার মধ্যরাতে শরীয়তপুরের গোসাইরহাট থেকে ১২শ’ কেজি জাটকা উদ্ধার করেছে। এ সময় এক জেলেকে এক বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল এর নেতৃত্বে এক বিশেষ অভিযানে পরিচালনাকালে শরীয়তপুরের গোসাইরহাট থেকে ১২শ’ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। এ সময় মো. দাদন মিয়া (২২) এক জেলেকে এক বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদরাসায় বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খোসাইহাট এর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: র‌্যাব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ