Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের প্রতিবাদে রূপগঞ্জে মানববন্ধন

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগ নেতা মানিক মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের প্রতিবাদে সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। রোববার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আলতাফ হোসেন ও ওমর ফারুক, আওয়ামী লীগ নেতা শ্রী রবি রায়, কামাল আহমেদ রঞ্জু ও আব্দুল খালেক, যুবলীগ নেতা মানিক সাউদ, আওয়ামী প্রজন্মলীগ নেতা শাহিন আলম খানসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
গত বৃহস্পতিবার গভীর রাতে যুবলীগ নেতা মানিক মিয়ার বাড়িঘরে হামলা চালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় একদল সন্ত্রাসী। ওই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান মানববন্ধনকারীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবলীগ

১১ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ