পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগরীতে প্রস্তুতি সমাবেশ শুরুর আগে যুবলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের নিচতলায় দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে রাখা একটি স্থানীয় পত্রিকার চিঠির বক্স ভাঙচুর ও প্রেস ক্লাবের সামনের সড়কে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে দুই পক্ষের কর্মীদের মধ্যে।
যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যুব সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। ঢাকার ওই যুব সমাবেশের প্রস্তুতি হিসাবে প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এই প্রস্তুতি সভার আয়োজন করে। এতে শেখ ফজলে নাঈমসহ কেন্দ্রীয় যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থলে আসলে স্থানীয় কর্মীরা স্লোগান শুরু করেন। এ সময় পক্ষে-বিপক্ষে স্লোগান নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগর ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারিদের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে। দু’জনেই নগর যুবলীগের আগামী কমিটির সাধারণ সম্পাদক প্রত্যাশী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।