Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্য উইচ

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রবার্ট এগার্স পরিচালিত হর ফিল্ম ‘দ্য উইচ’। এগার্স বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং টিভির বেশ কিছু সিরিজ প্রযোজনা করেছেন এবং চলচ্চিত্রের অন্যান্য শাখায়ও কাজ করেছেন। ‘দ্য উইচ’ তার পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
আমেরিকায় ইউরোপের মানুষের অভিবাসনের প্রথম দিকের কথা। সালটি ১৬৩০। উইলিয়াম (রেল্ফ ইনেসন) আর ক্যাথরিন (কেইট ডিকি) নিউ ইংল্যান্ডের এক দম্পতি। পাঁচ সন্তানের বাবা-মা তারা। মানুষ হিসেবে তার কারও সাতে পাঁচে নেই। এছাড়া তারা খুব ধর্মপ্রাণ খৃস্ট ধর্মাবলম্বী। কৃষি কাজ করেই সংসার চালায় পরিবারটি। প্রথমে একটি বড় উপনিবেশিক গ্রামে ছিল তারা। কিন্তু তাদের একসময় সেই গ্রাম ছাড়তে হয়। একটি বনের পাশে তার নতুন করে বসতি তৈরি করে। এই বনটি আসলে ডাইনিদের নিবাস। সেখানে থিতু হয়ে বসার আগেই অশুভ সব ঘটনা ঘটতে শুরু করে। গৃহপালিত পশুরা অদ্ভুত আর ভয়ানক আচরণ করতে শুরু করে। তাদের চাষবাসও ব্যর্থ হয়। উইলিয়াম-ক্যাথরিনের নবজাতক ছেলেটি রহস্যজনকভাবে হারিয়ে যায়। তাদের এক কন্যা অশুভ আত্মা ভর করে। পরিবারের একে অন্যকে দোষারোপ করা শুরু করে। সবাই পরিবারের বড় মেয়ে টমাসিনকে (আনিয়া টেলর জয়) সব অশুভ ঘটনার জন্য দায়ী করতে শুরু করে। তারা তাকে ডাকিনী বিদ্যা চর্চার জন্য অভিযুক্ত করে। সে এই অভিযোগ অস্বীকার করে। পরিস্থিতি ক্রমে জটিল থেকে জটিলতর হতে থাকে। এখন এই অশুভ ডাইনীদের প্রভাব থেকে বাঁচার জন্য পরিবারটির একমাত্র উপায় হলো পরস্পরের প্রতি ভালোবাসা বিশ্বাস আর আস্থা।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্য উইচ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ