Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যানা টেলর-জয় ভেবেছিলেন ‘দ্য উইচ’-এর পর আর কাজ পাবেন না

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ১২:০২ এএম

ছয় বছর আগে ‘দ্য উইচ’ ফিল্মটি দিয়ে অভিষেক হয়েছিল অ্যানা টেলর-জয়ের। টমাসিন চরিত্রের জন্য যথেষ্ট প্রশংসা পেলেও তার ধারণা হয়েছিল তিনি আর কোনও কাজই পাবেন না। ‘রব (পরিচালক রবার্ট এগার্স) স্ক্রিনিংয়ের দুই ঘণ্টা আগে আমাদের ফিল্মটি দেখিয়েছিলেন আর আমি ভীষণভাবে নিরাশ হয়ে পড়ি,’ টেলর-জয় বলেন। তিনি আরও বলেন, আমার ধারণা হয়েছিল আর কোনও কাজ পাব না। এই ভাবনায় এখনও আমি কেঁপে উঠি। এটি ছিল একেবারে বাজে অনুভূতি, ধারণা হয়েছিল, ‘আমার স্বজনদের আমি হতাশ করতে যাচ্ছি, আমি কাজটি ঠিকভাবে করতে পারিনি’। ‘আমি মোটামুটি বাকপটু, কথা বলতে পছন্দ করি, তবে সেসময় কথা বলা বন্ধ করে শুধু কেঁদেছি। নিজের চেহারা এতো বড় দেখে ভাল লাগেনি আমার।’ এই ফিল্মটির পর অ্যানা ‘মরগ্যান’, ‘স্প্লিট’, ‘গ্লাস’ ফিল্মগুলোতে অভিনয় করেছেন। এছাড়াও তাকে দেখা গেছে ‘পিকি’ ব্লাইন্ডার্স’ এবং ‘দ্য ডার্ক ক্রিস্টাল: এইজ অফ রেজিস্ট্যান্স’ ফিল্ম দুটিতে। ‘আসলে পরে উপলব্ধি করেছিলাম আমি যেভাবে কাজ করছিলাম আমার সঙ্গের সবাই সে রকম করছিল না। আমি ভেবেছিলাম কাজ শেষ করে সবাই প্লেনে উঠে চলে যায় আর নতুন আরেকটি কাজ শুরু করে। তবে এ জন্য কৃতজ্ঞ যে আমি কাজ করার ধারা বুঝতে পেরেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্য উইচ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ