Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরু হচ্ছে জয়া আহসানের প্রযোজনায় সিনেমা দেবী

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনেত্রী জয়া আহসান প্রথমবারের মত চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন। সিনেমার নাম দেবী। খবরটি পুরনো। নতুন খবর হলো, শিঘ্রই সিনেমাটির শূটিং শুরু হতে যাচ্ছে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস দেবী অবলম্বনে নির্মীয়মান সিনেমাটি জয়ার প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’ বাংলাদেশ সরকারের আর্থিক অনুদান নিয়ে নির্মাণ করবেন। পরিচালক হিসেবে জয়া নির্বাচন করেছেন আয়নাবাজি সিনেমার অন্যতম চিত্রনাট্যকার অনম বিশ্বাসকে। চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক। যারা হুমায়ূন আহমেদের দেবী পড়েছেন, তারা জানেন, উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র ‘মিসির আলী’। এ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এর আগে মিসির আলী’কে বড় পর্দায় দেখা যায়নি। সে ক্ষেত্রে দেবী বড় পর্দার দর্শকদের নতুন কিছু উপহার দিতে যাচ্ছে। প্রযোজক জয়া আহসান এতে ‘রানু’ চরিত্রে অভিনয় করবেন। রানুর স্বামী আনিসের চরিত্রে অভিনয় করবেন পরিচালক অনিমেষ আইচ। এর আগে তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে, ফেরার পথ নেই থাকে না কোনোকালে টেলিফিল্মে জয়ার বিপরীতে অভিনয় করেছিলেন অনিমেষ আইচ। থাকছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এটি হবে ফারিয়ার প্রথম চলচ্চিত্র। এছাড়াও অভিনেতা ইরেশ যাকের থাকবেন আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে। চিত্রগ্রহণে থাকবেন কামরুল হাসান খসরু, শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ। জয়া আহসান বলেন, আমার অসংখ্য ভক্ত-শুভাকাক্সক্ষীরা আমাকে এত বছর ধরে যে ভালোবাসা দিয়েছেন, তার প্রতিদান দেয়া সম্ভব নয়। তবে আমার কাজের মাধ্যমে, নতুন কিছু সৃষ্টির মাধ্যমে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। হুমায়ূন আহমেদের দেবী নিয়ে কাজ করার স্বপ্ন লালন করেছি দীর্ঘদিন ধরে। সরকারের অনুদান পাওয়াটা আমার এই স্বপ্ন পূরণের পথকে প্রশস্ত করেছে, সাহস যুগিয়েছে। আশা করছি সি ফর সিনেমা’র সবাই মিলে, আমরা দেবী ইউনিটের সবাই দর্শকদের মনে রাখার মতো একটি চলচ্চিত্র উপহার দিতে পারবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুরু


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ