Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় জাদুঘর ও বারমস এর সেমিনার অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শনিবার সকালে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ আরকাইভস ম্যানেজমেন্ট সোসাইটির (বারমস) উদ্যোগে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী ও বাংলাদেশ জাতীয় আর্কাইভস ও লাইব্রেরীর পরিচালক মো. মজিবুর রহমান আল মামুন।‘বাংলাদেশ আর্কাইভস-বর্তমান ও ভবিষ্যত’ শিরোনামে এই সেমিনারে সভাপতিত্ব করেন বারমস এর সভাপতি এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. শরীফউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী এবং বারমস এর সাধারণ সম্পাদক জালাল আহমেদ। সেমিনারে বিশেষ প্রবন্ধ পাঠ করেন বারমস সভাপতি ড. শরীফউদ্দিন আহমেদ, গবেষক মো. লুৎফল হক, অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আবু মো. ইকবাল রুমি শাহ এবং ড. শামসুল হুসাইন। সেমিনারে আরো বক্তব্য দেন বারমস এর সহসভাপতি ড. মো. হাফিজুর রহমান ভূইয়া। সেমিনারে বক্তরা বলেন, দেশের অতীত গৌরব তুলে ধরতে নথিপত্র সংরক্ষণের কোন বিকল্প নেই। এজন্য সরকারি-বেসরকারি সব ক্ষেত্রে মানুষজনকে সচেতন হতে হবে। দেশের আর্কাইভস আইন যুগোপযোগী করার আহ্বান জানান তারা। এছাড়া ডিজিটাল এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল আর্কাইভস এর ওপর জোর দেয়ার কথা বলেন তারা। প্রধান অতিথির বক্তব্যে ড. গওহর রিজভী বলেন, দেশে একটি প্রবণতা দেখা যাচ্ছে ইচ্ছা মত বক্তব্য দিয়ে ইতিহাস বিকৃতি করা হয়। এটা গ্রহণ যোগ্য নয়। সঠিক ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিক উপাদান উপকরণ সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। এজন্য দেশের আর্কাইভস ব্যবস্থাপনা উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেয়া হবে। এক্ষেত্রে বারমস এর কার্যক্রম এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রধান অতিথি। সেমিনারের সভাপতি ড. শরীফউদ্দিন আহমেদ বলেন, জাতীয় আর্কাইভস এ সরকারি সব দপ্তরের রেকর্ড পত্র যাতে যায় তার জন্য সরকারি ঊর্ধ্বতন মহলকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এ বিষেয়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে উদ্যোগ নেয়ার আহ্বান করেন তিনি। সেমিনারের আলোচনা শুরুর আগে বারমস এর ২০১৭-২০১৮ দ্বিবার্ষিক নতুন নির্বাহী কমিটির ঘোষণা করা হয়। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি সেমিনারের বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ