Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দিল্লিতে আবারও চলন্ত গাড়িতে যুবতী ধর্ষিত

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দিল্লিতে আবারও চলন্ত গাড়ির ভিতর গণধর্ষিত হয়েছেন এক যুবতী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। খবরে বলা হয়, দৃশ্যত ভারতের রাজধানী নয়া দিল্লিতে যেন ‘নির্ভয়’-এর মতো ঘটনার কোনো ইতি নেই। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে গত শনিবার আনন্দবিহার এলাকায় চলন্ত একটি গাড়ির ভিতর গণধর্ষিত হলেন এক যুবতী। চার অজ্ঞাত নরপিশাচ ওই এলাকা থেকে ওই যুবতীকে অপহরণ করে। তাকে তুলে নেয়া হয় একটি চলন্ত গাড়িতে। এর ভিতরেই তারা তাকে গণধর্ষণ চালায়। পরে তাকে ফেলে যায় মধুবিহার এলাকায়। এ ঘটনায় একজনকে আটক করা গেলেও বাকি তিনজন পলাতক রয়েছে। উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর মেডিকেল পড়ুয়া জ্যোতি সিংকে একটি চলন্ত বাসে গণধর্ষণ করে নরপিশাচরা। এরপর তাকে ফেলে যায় রাস্তার পাশে। তাকে উদ্ধার করে ভারতে চিকিৎসা করানো হলেও অবস্থার কোন উন্নয়ন হয়নি। শেষ পর্যন্ত তাকে নেয়া হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসায়ও জ্যোতি বাঁচতে পারেননি। তার লাশ এসেছে ভারতে। এ নিয়ে ভারতজুড়ে তোলপাড় হয়। মানুষ ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। এরপরেও ধর্ষণ থেমে থাকেনি। হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিল্লিতে আবারও চলন্ত গাড়িতে যুবতী ধর্ষিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ