পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : সউদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত শুক্রবার যুক্তরাষ্ট্র সফর শেষ করেছেন। এই সফরের সময় তিনি হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক ছাড়াও পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাট্টিসের সাথেও বৈঠক করেন। উল্লেখ্য, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সউদি আরবে দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং একই সাথে তিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রীও। সউদি ডেপুটি ক্রাউন প্রিন্সের এই সফর ব্যাখ্যা করতে গিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র ক্যাপটেন জেফ ডেভিস জানিয়েছেন, পেন্টাগনে অনুষ্ঠিত আলোচনায় উভয় পক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে সউদি আরবের প্রতিরক্ষা সম্পর্ক বহাল রাখার উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে একই সঙ্গে তারা ইরানের অস্থিতিশীল কর্মকান্ডের প্রসঙ্গ উল্লেখ করে মধ্যপ্রাচ্য অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি আলোচনায় জিহাদি গ্রæপ আইএস’সহ অন্যা সন্ত্রাসী গ্রæপগুলোর মোকাবেলায় সউদি আরব-যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। পেন্টাগনের মুখপাত্র জানান, দুই নেতা তাদের দেশের প্রতিরক্ষামূলক অংশীদারিত্ব আরো গভীর করার পাশাপাশি বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সফর শেষে ডেপুটি ক্রাউন প্রিন্স যুক্তরাষ্ট্র ভ্রমণে সন্তোষ প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি তারবার্তা পাঠিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাতে তিনি লেখেন, সফর শেষ করে বন্ধুপ্রতিম দেশ যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার সময় আশি খুবই আনন্দ অনুভব করছি এই কারণে যে, এই দেশে অবস্থান করার সময় আমার প্রতি এবং আমার সফরসঙ্গীদের প্রতি যথেষ্ট আতিথেয়তা দেখানো হয়েছে। এসময় প্রিন্স দুই দেশের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্কের উচ্ছশিত প্রশংসা করেন এবং সকল ক্ষেত্রে এ সম্পর্কের আরো গভীরতা কামনা করেন। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।