মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানার উত্তর-পূর্বাঞ্চলের একটি বাজারে বিমান হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। স্থানীয় বাসিন্দারা জানান, সউদি জোট এই হামলা চালিয়েছে। খবরে বলা হয়, স্থানীয় সময় গত শনিবার ওই বিমান হামলা চালানো হয়। হতাহতদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। সাম্প্রতিক সময়ে আরব জোটের দেশগুলো ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর অনুগত হাইথি বাহিনীর সঙ্গে নিয়মিতই লড়াই চালিয়ে আসছে। জাতিসংঘের হিসাব মতে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৬ হাজার মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আশ্রয়হীন হয়েছেন। বিদ্রোহীদের দমন করতে সউদি আরবের নেতৃত্বে গত বছরের মার্চ মাস থেকে হামলা শুরু হয় ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে। অপরদিকে বিদ্রোহীদের পক্ষে রয়েছে ইরান। দেশ দুটির মধ্যে দ্বন্দ্বের কারণে ইয়েমেনের বেসামরিক নাগরিকদের ওপর এই বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। এএফপি, রয়টার্স, আল জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।