Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে পরিবারের ৪ জনকে হত্যা করে পিতার আত্মহত্যা

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক ব্যক্তি গুলি করে চারজনকে হত্যার পর আত্মহত্যা করেছে। ওয়াশিংটনের ম্যাসন কাউন্টিতে বেলফেয়ারের কাছে গত শুক্রবার এ ঘটনা ঘটে। পারিবারিক বিবাদের জের ধরে এ হত্যাকা- হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ম্যাসন কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়, পারিবারিক কারণে এ হত্যাকা- হয়ে থাকতে পারে। শেরিফের কার্যালয়ের চিফ ডেপুটি রাসেল অস্টেহাউট বলেন, আমার জানা মতে, একটি পরিবারের মধ্যে এ ঘটনা ঘটেছে। যেগুলো করেছে সে পরিবারের কর্তা (পিতা) এবং যারা মারা গেছে তারা ওই ব্যক্তির পরিবারের সদস্য। ১২ বছর বয়সী একটি মেয়ে এ ঘটনার একমাত্র সাক্ষী বলে জানান অস্টেহাউট। ধারণা করা হচ্ছে, সে বন্দুকধারী ব্যক্তির মেয়ে। তিনি বলেন, হয় মেয়েটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে অথবা তাকে অস্ত্রধারী ওই ব্যক্তি ছেড়ে দিয়েছে। হত্যার পর কয়েক ঘণ্টা ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অস্ত্রধারী ব্যক্তির কথা চালাচালি চলে। একপর্যায়ে ওই ব্যক্তি ঘর থেকে বেরিয়ে আসে এবং শেরিফের সহকারীর সামনে গুলি করে আত্মহত্যা করে। ঘটনাস্থলে বিপরীত দিকের বাড়িতে বাস করেন ৭৯ বছর বয়সী জ্যাক পিগট। টেলিফোনে তিনি জানান, বৃহস্পতিবার রাতে কাঠের তৈরি বাড়িটি থেকে বেশ কয়েকবার গুলির শব্দ শুনতে পান। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে পরিবারের ৪ জনকে হত্যা করে পিতার আত্মহত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ