Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাজিরপুরে ২ ইউনিয়ন আ’লীগের মনোনয়ন দলীয় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের নাজিরপুরের কলারদোয়ানিয়া ও শ্রীরামকাঠী ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নে আ’লীগের তৃণমূলের ভোটে বিজয়ীদের দলীয় মনোনয়ন না দেয়ায় সাধারণ নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, উপজেলা আ’লীগ সভাপতি ও ৮নং শ্রীরামকাঠী ইউপি’র চেয়ারম্যান এমএ মালেক বেপারীর গত ১৪ নভেম্বর আকস্মিক মৃত্যুর পর ওই ইউপির চেয়ারম্যান পদটি শূন্য হয়। এছাড়া উপজেলার ৩নং দেউলবাড়ি ও ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নে মেয়াদ শেষ হওয়ায় গত ৯ মার্চ নির্বাচন কমিশন ওই ৩টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। উপজেলার আ’লীগের দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮নং শ্রীরামকাঠী ইউনিয়নে উত্তম মৈত্র ও ৯নং কলারদোয়ানিয়ায় ওই ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. আলাউদ্দিন বাহাদুর মনোনয়ন পেয়েছেন। দলীয় মনোননয় পাওয়া উত্তম কুমার মৈত্র’র একই ওয়ার্ডের (৫নং) সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন শিকদার জানান, তিনি (উত্তম মৈত্র) কখনো আ’লীগ করেছে এমন কোনো তথ্য আমার জানা নেই। তিনি আ’লীগের মনোনয়ন পেয়েছেন শুনে আশ্চর্য হলাম। এ ব্যাপারে মনোনয়ন পাওয়া উত্তম মৈত্র জানান, ভোট গ্রহণের ব্যাপারে মনোনয়ন প্রত্যাশী কোনো প্রার্থীকেই এর তারিখ ও স্থান জানানো হয়নি। গোপনে ও সাজানোভাবে এর ভোট গ্রহণ হয়েছে। উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মো. শাহজাহান জানান, তৃনমুলের ২০ ভোটের মধ্যে ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মো. নান্না মিয়া ১১ভোট পেয়েও কেন্দ্রীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে মনোনয়ন পেয়েছেন ৩ ভোট পাওয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. আলাউদ্দিন বাহাদুর। ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ’লীগ সাধারন সম্পাদক মো. বাদশা মিয়া হাওলাদার জানান, নান্না মিয়া বিভিন্ন সময় নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়ন সহ দলীয় কর্মকান্ডে নিজেকে বিসর্জন দিয়েও দলীয় মনোনয়ন না পাওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। ২নং ওয়ার্ডের সভাপতি মো. আলাউদ্দিন গাউস জানান, তৃণমূলের ভোটের মূল্যায়ন না হলে স্থানীয়ভাবে দলীয় প্রার্থীকে বিজয়ী করে নিতে অনেক সমস্যা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাজিরপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ