Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন প্রজন্মের জঙ্গিবিমান বানাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থার উপযোগী করে তৈরি করতে যাওয়া স্টিলথ বোম্বার-২১ বোমারু বিমানের একটি ছবি প্রকাশ করেছে দেশটির বিমানবাহিনী বিষয়ক সচিব দেবোরাহ লি জেমস। ধারণা করা হচ্ছে, বিমানটি স্নায়ুযুদ্ধের সময় ব্যবহৃত বি-৫২ জঙ্গি বিমানের পরিবর্তে ব্যবহার করা হবে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমান বিষয়ক সচিব দেবোরাহ লি জেমস তার টুইটারে নতুন এই বোমারু বিমানটির একটি ছবি প্রকাশ করেছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম। তবে বিমানটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান দেবোরাহ। আপাতত বি-২১ নামেই বিমানটি পরিচিতি পাবে এটি। নতুন এই বোমারু বিমানটি সম্পর্কে তিনি বলেন, ইতিমধ্যে আমারা বিমানবাহিনীর কাছে নতুন এই বোমারু বিমানটির নামের বিষয়ে পরামর্শ চেয়েছি। আশা করছি একটি যুৎসই নাম আমরা নির্বাচন করতে সক্ষম হবো। নতুন এই বোমারু বিমান সম্পর্কে বিমানবাহিনী সচিব আরো বলেন, এটি একটি দূর পাল্লার বোমারু বিমান, যার রাডার হবে আগের চেয়ে আরো শক্তিশালী এবং অত্যাধুনিক। এটি অনেক দূরের বস্তুকেও বিকিরণের মাধ্যমে চিহ্নিত করতে পারবে। বিমানটি তৈরি করবে মহাকাশ ও প্রতিরক্ষা তথ্যপ্রযুক্তি নির্মাণকারী মার্কিন প্রতিষ্ঠান নর্রথফ গ্রুমান। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন প্রজন্মের জঙ্গিবিমান বানাচ্ছে যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ