পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কূটনৈতিক সংবাদদাতা : রোহিঙ্গাদের ওপর অত্যাচার-নিপীড়ন, ধর্ষণ ও হত্যার অভিযোগ তদন্তে মিয়ানমারে অবিলম্বে তথ্যানুসন্ধান মিশন পাঠাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সামরিক অভিযানে মিয়ানমারের আরাকানে (রাখাইন) যে গণহত্যা হয়েছে তার আন্তর্জাতিক তদন্ত করার দাবি জানিয়ে বিশ্ব সংস্থাটির মানবাধিকার কাউন্সিলে ইইউ একটি প্রস্তাবও পেশ করেছে। আগামী ২৩ থেকে ২৪ মার্চ এ সংক্রান্ত একটি ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। অত্যাচার, নির্যাতন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে গত মাসে সাক্ষাৎ করে জাতিসংঘের একটি দল। তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে জাতিসংঘের দেয়া প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও গণধর্ষণ চালিয়েছে যাকে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং জাতিগত শুদ্ধি অভিযান বলা যেতে পারে।
এদিকে মিয়ানমারের আরাকানের (রাখাইন) সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর নিপীড়নের বিষয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের দেয়া একটি বিবৃতি আটকে দিয়েছে চীন ও রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত শুক্রবার নিরাপত্তা কাউন্সিলের ১৫ সদস্য দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এরপর বিবৃতিটি দেয়ার কথা থাকলেও রাশিয়ার সমর্থন নিয়ে চীন এতে বাদ সাধে। এতে বিবৃতিটি আটকে যায়। কূটনীতিকরা জানিয়েছেন, মিয়ানমারের প্রতিবেশী দেশ চীন রাশিয়ার সমর্থন নিয়ে বিবৃতিটি আটকে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।