প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে জেসমিন আক্তার নদী পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র জল শ্যাওলা। টাইমস ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেডের প্রযোজনায় প্রথম সিনেমা এটি। জেসমিন আক্তার নদী বলেন, পহেলা বৈশাখের দিনটি খুবই উৎসবমুখর থাকে। সবাই প্রিয়জন ও কাছের মানুষদের নিয়ে আনন্দে মেতে উঠে, পান্তা-ইলিশ খাওয়া নিয়ে ব্যস্ত থাকে। পহেলা বৈশাখকে উপলক্ষ্য করেই আমরা সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নদী বলেন, মূলত রূপকার্থে সিনেমাটির প্রতিটি চরিত্রের মাধ্যমে দেশের শোষিত-শাসিত শ্রেণি, পাশাপাশি ইতিহাস বিকৃত করার গল্প বলার চেষ্টা করা হয়েছে। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও মানসী প্রকৃতি। আসাদ্জ্জুামান বাবলুর গল্পে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তারিকুল ইসলাম ভুইয়া। ক্যামেরায় রয়েছেন সবুজ। ফাইট ডিরেক্টর আরমান, সম্পাদনায়- আবুল হোসেন, মেকআপে রয়েছেন জাহাঙ্গীর। সংগীত পরিচালনা করছেন আনোয়ার সিকদার টিটন। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, খায়রুল বাশার হিরন এবং জিয়াউদ্দিন আলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।