Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বিওএ’তে নির্বাচনী হাওয়া

| প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : অ্যাডহকের যাতাকলে যখন দেশের ক্রীড়াঙ্গন পিষ্ট, ঠিক তখনি নির্বাচনী হওয়া লেগেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ)। বিভিন্ন ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণের পর নীতিমালা অনুযায়ী নতুন নির্বাচন না দিয়ে বর্তমানে একের পর এক অ্যাডহক কমিটি গঠন করছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যেখানে বঞ্চিত হচ্ছেন যোগ্য ক্রীড়া সংগঠকরা। আর ঠিক তখনি আসন্ন নির্বাচনকে ঘিরে সরগরম বিওএ ভবন। এতোদিন সবার অজানা ছিলো ঠিক কবে অনুািষ্ঠত হবে বিওএ’র নির্বাচন। অবশেষে দিনক্ষণ চুড়ান্ত হলো। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে দেশের ক্রীড়ার অভিভাবক খ্যাত বিওএ’র নির্বাচন। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান। তিনিই বিওএ নির্বাচনের জন্য গঠিত কমিশনের প্রধান। তার কথা, ‘৮ এপ্রিল নির্বাচন আয়োজনের কথা জানিয়ে আমি ইতোমধ্যেই বিওএ’কে চিঠি দিয়েছি।’ এ প্রসঙ্গে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, প্রধান নির্বাচন কমিশনার যে দিনক্ষণ চুড়ান্ত করেছেন, সবকিছু সে অনুযায়ীই হবে। আমরা আগামীকাল (আজ) নির্বাহী কমিটির সভায় আসন্ন নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি গ্রহণ করবো। বৃহস্পতিবার ছিল বিওএ’র সাধারণ সদস্য ফেডারেশন ও সংস্থাগুলোর কাউন্সিলরের তালিকা প্রদানের শেষ দিন। ওইদিন কাউন্সিলরদের নামের যে তালিকা আমরা পেয়েছি তা আগামী সোমবার কমিশনে পাঠাবো। বাকি প্রক্রিয়াগুলো দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাওয়া

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ