Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : সৈয়দপুরে আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়ামোদী এবং ক্রীড়া সংগঠকরা ওই মানববন্ধনের আয়োজন করেন। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে শহরের শহীদ ডা: জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অ¤øান চত্বরে ওই মানববন্ধন করা হয়।
বেলা ১১টা থেকে শুরু হয়ে মানববন্ধন কর্মসূচি চলে ঘণ্টাব্যাপী। এতে শহরের প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ নানা পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা তাদের বক্তব্যে সৈয়দপুরে আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম নির্মাণের যৌক্তিকতা তুলে ধরেন। এতে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক ও সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ মো: বখতিয়ার কবির প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, শহরের কুন্দল এলাকায় মনোমুগ্ধকর পরিবেশে ৭ একর ৬ শতক জমিটি স্টেডিয়াম হিসেবে খ্যাত। যদিও বিগত ১৯৭৬ সাল থেকে সেটি সৈয়দপুর স্টেডিয়াম হিসেবে পরিচিতি পায়। কিন্তু নামসর্বস্ব সৈয়দপুর স্টেডিয়াম মাঠের চতুর্দিকে শুধুমাত্র সীমানা প্রাচীর ছাড়া আর কোনো কিছুই নেই। মাঠজুড়ে ঝোপজঙ্গলে পরিপূর্ণ। সৈয়দপুর স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানে উন্নীত করে রংপুর বিভাগীয় ভেন্যু হিসেবে ব্যবহার করা যেতে পারে অনায়াসে। যার সব সুযোগ-সুবিধা রয়েছে সৈয়দপুরে। মানববন্ধনে বক্তারা সৈয়দপুর সার্বিক দিক বিবেচনায় নিয়ে এখানকার নামসর্বস্ব স্টেডিয়াম খ্যাত মাঠটিকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে উন্নীত করার দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সৈয়দপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ