বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুতে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনের ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় আগামী ১৬ ডিসেম্বর সৈয়দপুর পৌরসভা নির্বাচন। এ সাধারণ নির্বাচনে সৈয়দপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ণ হন।
এদের মধ্যে একজন প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছিলেন সুলতান খান (ঢেনু খান)। এবারের নির্বাচনে তাঁর ছিল পাঞ্জাবী প্রতীক। প্রতিদ্ব›দ্বী প্রার্থী সুলতান খান (ঢেনু খান) গত ১ জানুয়ারি রাত সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ২০ (১) মোতাবেক সৈয়দপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন কার্যক্রম বাতিল করা হয়েছে। আজ শনিবার (২ জানুয়ারি) সৈয়দপুর পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার ও নীলফামারী জেলা নির্বাচন অফিসার মো. ফজলুল করিম ওই নির্বাচন কার্যক্রম স্থগিত করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রবিউল আলম জানান, পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে সৈয়দপুর পৌরসভার ১২ নম্বর সাধারণ কাউন্সিলর পদের নির্বাচনী তফসিল ঘোষণা কর হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।