পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পানি সম্পদ পরিকল্পনা সংস্থা ডব্লিউএআরপিও এবং ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিং আইডব্লিউএম যৌথ উদ্যোগে পানি সম্পদের পরিস্থিতি নিরূপণ সম্পর্কিত কর্মশালা গত ১৫ মার্চ রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। মোঃ নজরুল ইসলাম, এমপি, প্রতিমন্ত্রী, পানিসম্পদ মন্ত্রণালয় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. জাফর আহমেদ খান, সিনিয়র সচিব, পানিসম্পদ মন্ত্রণালয় ও প্রফেসর ড. এম. মনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক আইডব্লিউএম। কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ সরাফত হোসেন খান, মহাপরিচালক, পানিসম্পদ পরিকল্পনা সংস্থা ডব্লিউএআরপিও। মন্ত্রণালয় সমূহ, বিভিন্ন দফতরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ ও বিশেষজ্ঞমন্ডলী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রতিনিধিগণ ও সিদ্ধান্তগ্রহণকারীগণ কর্মশালায় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।