বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে উঠা পাকাভবনসহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডবিøউটিএ’র আওতাধীন ঢাকা নদী বন্দর কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। কেরানীগঞ্জের ইকুরিয়া, দোলেশ্বর, আইন্তা ও পানগাঁও এলাকার নদী তীরে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট রাহাত মান্নান, বিআইডবিøউটিএ ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, উপ-পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক আসাদুজ্জামান আসাদ।
এ বিষয়ে যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, প্রায় এক কি.মি. এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। নদী তীর দখল করে অবৈধভাবে গড়ে উঠা বেশ কিছু পাকাভবন ভেঙ্গে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ২টি একতলা বিল্ডিং, ৩১টি পাকাঘর ও ৭টি দোকান। উচ্ছেদ কার্যক্রমের ফলে নদী তীরের প্রায় ১ একর জমি উদ্ধার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।