Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসলামী ব্যাংক সিলেট জোনে ‘শরিয়াহ্ সচেতনতা’ শীর্ষক আলোচনা

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড- সিলেট জোনের উদ্যোগে ‘শরিয়াহ্ সচেতনতা’ শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভা ১১ মার্চ শনিবার সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল ইঞ্জিনিয়ার (অব.) আব্দুল মতিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রধান আলোচক ছিলেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মুহাম্মদ সাঈদ উল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শরিয়াহ সেক্রেটারিয়েট বিভাগের প্রধান মুহাম্মদ সামছুল হুদা। সিলেট জোনের আওতাধীন শাখাসমুহের ম্যানেজার, ম্যানেজার অপারেশন্স, বিভিন্ন বিভাগের ইনচার্জ ও আরডিএস প্রজেক্ট অফিসারগণ মত-বিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মেজর জেনারেল ইঞ্জিনিয়ার (অব.) আব্দুল মতিন বলেন, শরিয়াহ্ নীতিমালা পরিপালন ইসলামী ব্যাংকিংয়ের প্রাণ। ইসলামী ব্যাংকের সকল কার্যক্রমে শতভাগ শরিয়াহ্ পরিপালন নিশ্চিত করতে হবে। তিনি ব্যাংকার-গ্রাহক নির্বিশেষে সকলের প্রতি শরিয়াহ্ পরিপালনে অধিক মনোযোগী হবার আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ