Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে নারী বিও অ্যাকাউন্টধারী বাড়ছে

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজারে বিও হিসাবে নারী বিও অ্যাকাউন্টধারী বাড়ছে। সর্বশেষ হিসেব মতে, দেশের শেয়ারবাজারে নারী বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্ট ৭ লাখ ৯৬ হাজার ৪৪০। পাঁচ বছর আগের তুলনায় যা ২৭ শতাংশ বেশি। ২০১২ সালের ফেব্রুয়ারিতে ছিল ৬ লাখ ১২ হাজার। সর্বশেষ হিসেবে পুরুষ বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্ট ছিল ২১ লাখ ৪৮ হাজার। সেন্ট্রাল ডিপোজিটরি প্রতিষ্ঠান সিডিবিএল সূত্রে এ তথ্য পাওয়া গেছে। শেয়ারবাজার সংশ্লিষ্টরা জানান, নারীদের নামে খোলা বিও অ্যাকাউন্টের বড় অংশ পুরুষরাই পরিচালনা করেন। আইপিও শেয়ার কিনতে স্বামী, ভাই, বন্ধু, পরিচিত বা কোনো নারী আত্মীয়ের নামে বিও অ্যাকাউন্ট খোলেন। এছাড়া বিভিন্ন কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা পরিবার সদস্যদের মধ্যেও শেয়ার রাখেন। এধরনের নারী বিও হিসাবও উল্লেখযোগ্য। সিডিবিএলের তথ্য অনুযায়ী, ২০১২ সাল শেষে নারীদের বিও অ্যাকাউন্ট ছিল ৬ লাখ ২৮ হাজার। ২০১৩ সাল শেষে ৭ লাখ ১৮ হাজার। পরবর্তী দু’বছরে তা বেড়ে দাঁড়ায় যথাক্রমে ৮ লাখ ৩৬ হাজার এবং ৮ লাখ ৬০ হাজার। তবে ২০১৬ সালের ডিসেম্বর শেষে তা কমে ৭ লাখ ৯৫ হাজার হয়। পুঁজিবাজার সূত্র জানায়, পুঁজিবাজারে নারী বিনিয়োগকারী বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি। এজন্য প্রতি মাসেই নারী বিনিয়োগকারীদের জন্য বিনামূল্যে বিশেষ বিনিয়োগ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এতে নতুন নারী বিনিয়োগকারী সৃষ্টি হচ্ছে। দেশব্যাপী নারী বিনিয়োগকারীর সংখ্যা বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে বিএসইসির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার

২৪ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ