বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটিয়া উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ প্রতারণা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আবদুল খালেক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে পটিয়ার পশ্চিম হাইদগাঁও গ্রামের মৃত আবদুল গফুরের পুত্র। গতকাল (রোববার) পটিয়া থানার এসআই শেখ সাইফুল ইসলাম সহকারী কমিশনার (ভ‚মি) পটিয়া এর কানুনগোর কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে। প্রবাসে লোক নেয়ার নামে প্রতারণামূলক টাকা আত্মসাতের দায়ে চেকের মামলায় চট্টগ্রাম জেলা অতিরিক্ত দায়রা জজ রাহিবুল ইসলামের আদালত গত ২০১৫ ইং সালের ১৫ জুন এ রায় দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর আবদুল খালেক তার এলাকার শফিকুল ইসলাম মামুন নামের এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ তদন্তকালে পুলিশ তাকে কানুনগোর কার্যালয় থেকে গ্রেফতার করে।
অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত আবদুল খালেক ও তার পুত্র দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিল। বিগত ৫/৬ বছর পূর্বে আবদুল খালেকের এক প্রবাসী পুত্র বিদেশে ভিসা দেয়ার কথা বলে আবদুল খালেকের মাধ্যমে উপজেলার খরনা গ্রামের ৩ যুবক থেকে ৫ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করে। এ ৩ যুবক জায়গা জমি বিক্রয় করে উক্ত টাকা দেন। জালাল উদ্দীন নামে এক ব্যক্তি উক্ত টাকা ও ভিসার ব্যাপারে জিম্মাদার হয়। ভিসা দেয়ার নামে দীর্ঘদিন ঘুরাঘুরি করার পর টাকা ফেরত চাইলে, থাকেও আবদুল খালেক ও তার পুত্র বিভিন্ন প্রতারণা করে। এ নিয়ে হয়রানির শিকার বিদেশ গমনে ইচ্ছুক এক যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা যায়। জানা গেছে, আবদুল খালেক বিভিন্ন লোকজনের কাছে প্রতারণা করার দায়ে পশ্চিম হাইদঁগাও মোহাম্মদ জমা মুন্সি জামে মসজিদ ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লি থেকে বাদ দিয়ে এলাকার সমাজ সেবক শফিকুল ইসলাম মামুনকে মোতওয়াল্লি মনোনীত করে। যাহা ৩০/০৬/১৬ইং তারিখে ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্ত অনুমোদন পায়। এ ব্যাপারে বর্তমান মোতওয়াল্লি শফিকুল ইসলাম মামুন জানান, আবদুল খালেক তার কর্জ পরিশোধের জন্য ইতিমধ্যে মসজিদের জায়গা বিক্রয়ের জন্য ২/৩ জনের কাছে চুক্তিপত্র করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।