Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএফের সাথে সমঝোতা চাঁপাইনবাবগঞ্জে মহানন্দার তীর সংরক্ষণ কাজ পুনরায় শুরু

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : দু’পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধায় দুই বছর ধরে বন্ধ থাকা মহানন্দা নদীর তীর সংরক্ষণ কাজ আবারো শুরু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল হাসান মোর্শেদ জানান, ২০১৫ সাল থেকে বিএসএফের বাধায় বন্ধ হয়ে যায় ভোলাহাট উপজেলার গিলাবাড়ী এলাকায় সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজ বাংলাদেশের ভিতরে সিসি ব্লক দিয়ে মহানন্দা নদীর তীর সংরক্ষণ কাজ। এর প্রেক্ষিতে গত ৫ মার্চ চরধরমপুর সীমান্ত ফাঁড়ির কাছে ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ জেলার ইরিগেশন ওয়াটার ওয়েজ বিভাগের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের উপস্থিতিতে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়পক্ষ কাজ শুরুর ব্যাপারে সম্মত হলে গত শুক্রবার সকাল থেকে প্রায় ২ বছর ধরে বন্ধ থাকা মহানন্দা নদীর ১৫০ মিটার তীর সংরক্ষণ কাজ আবারো শুরু হয়েছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুরু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ