Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছিপাতলী মাদরাসার সনদ বিতরণ সম্পন্ন সরকার মাদরাসায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষা প্রসারে কাজ করছে

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকের হোসেন ভূঁইয়া বলেছেন, দেশের মাদরাসাগুলোতে জঙ্গিবাদের কোন স্থান নেই। জ্ঞান চর্চা ও দ্বীনি শিক্ষা বিস্তারে মাদরাসা শিক্ষা অবদান রাখছে। বর্তমান সরকার প্রতিটি মাদরাসায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছে। গতকাল (শনিবার) ইমাম শাহ আহমদ রেযা অডিটরিয়ামে হাটহাজারী উপজেলার ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনিয়া কামিল মাদ্রাসার দস্তারে ফজিলত ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ছিপাতলী কামিল মাদ্রাসা ও আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা আজিজুল হক আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্লাহ, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট্রের ভাইস চেয়ারম্যান আবুল ফতেহ মুহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আলমগীর চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, ছিপাতলী কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন। মাওলানা শফিউল আজমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি ওবাইদুল হক নঈমী, অধ্যক্ষ হাফেজ সোলায়মান আনছারী, আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, আল্লামা তৈয়ব আলী, আল্লামা ইব্রাহীম আল কাদেরী, অধ্যক্ষ নুরুল মনোয়ার, উপাধ্যক্ষ আবদুল অদুদ, শফিউল আলম নেজামী, অধ্যক্ষ আবুল ফছিহ মো. আলাউদ্দিন প্রমুখ। পরে প্রধান অতিথি দস্তারে ফজিলত ও শিক্ষার্থীদের মাঝে পাগড়ী বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরাসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ