পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দলীয় রাজনীতিমুক্ত ইলমি-আমলি পরিবেশে, সুন্নতে নববীর পূর্ণ অনুসরণে, আউলিয়ায়ে কেরামের আদর্শে পরিচালিত দশ সহস্রাধিক শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা আলিম পরীক্ষায় বিগত বছরের ন্যায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সর্বমোট ৯৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬১ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৯.৯০%। বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত প্রতিটি পাবলিক পরীক্ষাতেই এ মাদরাসা সাফল্যের শীর্ষে তার অবস্থান সুসংহত করে আসছে।
অত্র মাদরাসা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একাধিকবার স্বীকৃতি লাভ করেছে। প্রতিষ্ঠানটির সুযোগ্য প্রিন্সিপাল আবুল খায়ের মুহাম্মদ আবু বকর সিদ্দীক বলেন, “দ্বীনি পরিবেশ, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা, শিক্ষার্থীদের গভীর অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা এলাকাবাসী ও অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা সর্বোপরি আল্লাহ তাআলার অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি”। মাদরাসার উত্তরোত্তর সাফল্যের জন্যে তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।