Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউনিলিভারের কমিউনিটি হেলথ ক্যাম্প উদ্বোধন

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইউনিলিভারের কমিউনিটি হেলথ ক্যাম্প উদ্বোধনইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে দুইদিন ব্যাপী “ইউনিলিভার কমিউনিটি হেলথ কেয়ার সার্ভিস-২০১৭” চর রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহরা, চান্দগাঁওয়ে উদ্বোধন করা হয়েছে। এটি একটি ইউনিলিভার প্রভাত কমিউনিটির উদ্যোগ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় ইউনিলিভারর হেলথ কেয়ার সার্ভিস চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম নাছির উদ্দিন উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবদুচ ছালাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জোবাইদা নার্গিস খান এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের জেনারেল ফ্যাক্টরি ম্যানেজার মো. রুহুল কুদ্দুস খান। চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতাল এর সহ-সভাপতি সৈয়দ মোর্শেদ হোসেন, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিল মো. আজম। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামসুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ওলিদ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. ইদ্রিস, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর প্রোডাকশন ম্যানেজার সোপ মিজানুল রহমান ভুঁইয়া, বিজনেস ম্যানেজার (ফুড) মোসলেহ উদ্দিন, সাপ্লাই চেইন ভিপি ও এইচ আর ম্যানেজার তানভিরা চৌধুরী, প্রোডাকশন ম্যানেজার (পিপি) প্রদীপ ধর, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ইফতেখারুল আহসান, কমার্শিয়াল ম্যানেজার শাহদাত উল্লাহ, সিকিউরিটি ম্যানেজার মেজর আসাদুল হক মিয়া, ওয়েল ফেয়ার এন্ড সার্ভিসেস ম্যানেজার সুরজিৎ বড়–য়া, মেডিকেল এডমিন অফিসার গাজী আবদুল মান্নান, ডা. মোহাম্মদ ইমাম সোবহানী, ইউনিলিভার এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মাসুদ আলম খান, ইউনিলিভারের উর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ