পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা : ৯ মার্চ রাত ১২টায় বরগুনার তালতলীর ফকিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আঃ খালেকের পাইকারী মুদি দোকানের বিদ্যুতের মিটার বøাষ্ট (ফেটে) মুদি দোকান থেকে অগ্নিকান্ড শুরু হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পার্শ্ববর্তী জাফরের জাল-রসির দোকান, দুলালের মুদি দোকান, ইদ্রিসের মুদি দোকান ০৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় জনগণ ৪-৫টি পাম্প মেশিন দিয়ে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সেপ্ক্টের হারুন-অর-রশিদ জানান, আমতলী থেকে বঙ্গোপসাগরপাড় ফকিরহাট বাজার প্রায় ৫৫/৬০ কিঃমিঃ পথ যেতে যেতে জনগণের সাথে আমরাও আগুন নেভাতে সক্ষম হই।
স্থানীয়রা জানান, আঃ খালেকের মুদি দোকানের বৈদ্যুৎতিক মিটার ব্ল্যাস্ট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।