Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান কর্মকর্তা নেই ৫ দফতরে

তালতলী উপজেলা পরিষদ

তালুকদার মো. কামাল, আমতলী (বরগুনা) থেকে : | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

বরগুনার তালতলী উপজেলা পরিষদের সরকারি গুরুত্বপূর্ণ ৫টি দফতরে দীর্ঘ দিন যাবৎ নেই প্রধান কর্মকর্তা। পার্শ্ববর্তী উপজেলার প্রধান কর্মকর্তা বা উপজেলার অন্যান্য দফতরের কর্মকর্তাকে অতিরিক্ত বা ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে চলছে সেবার কাজ। অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তাদের সপ্তাহে একদিন অথবা দু’দিন অফিস করার কথা থাকলেও কোনো কোনো কর্মকর্তা মাসেও একবার অফিসে আসেন না এমন অভিযোগ ভুক্তভোগীদের।
এসব দফতরের প্রধান কর্মকর্তারা না আসায় অন্য কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। এতে উপকার ভোগী লোকজন সরকারের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন কাজে দূর-দূরান্ত থেকে সরকারি সেবা পাওয়ার জন্য এসব দফতরে এসে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রধান কর্মকর্তা নেই এমন পাঁচটি দফতর হল- উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, আমার বাড়ি আমার খামার (সমন্বয়ক), উপজেলা খাদ্য পরিদর্শক কর্মকর্তা। এসব কর্মকর্তারা জেলার বিভিন্ন উপজেলায় প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে অতিরিক্ত দায়িত্বও পালন করছেন।
আমতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সমীর কুমার রায়, তিনি তালতলী উপজেলা অতিরিক্ত খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, তালতলী উপজেলায় তিনি অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা। শাহিনুর বেগম বেতাগী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, তিনি তালতলীতে অতিরিক্ত মহিলা বিষয়ক কর্মকর্তা। মো. আজাদুর রহমান তিনি বরগুনা সদর উপজেলায়ও সমবায় কর্মকর্তা। তালতলী উপজেলায় অতিরিক্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান সমন্বয়ক (ভারপ্রাপ্ত) আমার বাড়ি, আমার খামার কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার কায়সার হোসেন জানান, আমতলীর অধিকাংশ কর্মকর্তারাই তালতলীর অতিরিক্ত দায়িত্বে থাকেন। এই শূন্যপদগুলোর জন্য প্রতি মাসেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট ও জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলটাইম কর্মকর্তার জন্য আবেদন পাঠানো হয়। কিন্তু এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছেন না। তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গুরুত্বপূর্ণ একটা পদ সেটাও শূন্য। তালতলীতে আড়াই লাখের বেশি জনগণ কিন্ত স্বাস্থ্য সেবা যারা নিশ্চিত করবে সেই ডিপার্টমেন্টের প্রধানই নেই।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, আমাদের প্রতি মাসেই রিপোর্ট দিতে হয় কোন কোন দফতরের কোন কোন কর্মকর্তার পদ শূন্য আছে। তালিকা করে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠাই। তারা ব্যবস্থা নিবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালতলী উপজেলা পরিষদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ