রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা
তালতলীর বড়ইতলী খালে বাঁধ দেয়ায় মৌরভী বিলে ৫/৬শ’ একর কৃষি জমি ডুবে আছে। খাস জমি হিসেবে প্রবহমান খালটি ৫ ব্যক্তিকে বন্দোবস্ত দেয়া হয়েছে। বরগুনার তালতলী উপজেলার মৌরভী গ্রাম সংলগ্ন প্রবহমান ২ একর ৫০ শতাংশ আয়তনের বড়ইতলী খালটি দিয়ে বড়বগী মৌজার ২০৭০-২০৬৩ নং দাগের মৌরভী বিলের প্রায় ৫/৬শ’ একর কৃষি জমির পানি সরবরাহ ব্যবস্থা সচল ছিল। কিন্তু ২০১৫ সালে তালতলী ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারী ২০১১-১২ সালের অনুমোদন দেখিয়ে নাছিমা, পিতা-ছত্তার ফরাজী, বঃকেস নং-৪৪২-তাল/২০১১-১২, মুন্নি, পিতা-মজিবর, বঃ কস নং-১০৬-তাল/২০১১-১২, ইউনুচ, পিতা-সুলতান হাং, বঃ কেস নং-৬৬২-তাল/২০১১-১২, মিজানুর, পিতা-রত্তন হাং, বঃ কেস নং-৭৬৯-তাল/২০১১-১২ এবং জলিল মুন্সী, পিতা-আর্শ্বেদ মুন্সী, বঃ কেস নং-১০৯-তাল/২০১১-১২, সর্বসাং মৌরভী নামে ১ একর করে ৫ একর খাল বন্দোবস্ত প্রদান করেন। বন্দোবস্ত গ্রহীতারা খালটির গোড়ায় বাঁধ দিলে পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। ফলে মৌরভী বিলের ৫/৬শ’ একর কৃষি জমির চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। সাম্প্রতিক ঘূর্ণি ঝড় রোয়ানুর বৃষ্টিপাতের ফলে ৫/৬শ’ একর জমি ডুবে আছে। উল্লেখ্য, নাসিমা ও মুন্নি জমা-জমির মালিক স্বামীর নাম বাদ দিয়ে পিতার নামে এবং জলিল মুন্সী ও ইউনুচ হাং জ্জ একর করে জমা-জমির মালিক থাকা সত্ত্বেও ভূমিহীনদের খাস জমির বন্দোবস্ত গ্রহণ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।