Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপের আগে ধাক্কা খেল ইংল্যান্ড

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় একটা ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। চোট পেয়ে ছিটকে পড়েছেন সব সংস্করণের ক্রিকেটে জাতীয় দলের নিয়মিত সদস্য স্টিভেন ফিন। গত কয়েক মাস ধরেই চোটের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন এই পেসার। বাঁ পায়ের চোটের কারণে গত অক্টোবর-নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না তিনি। এ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে জোহানেসবার্গ টেস্টে পেশিতে চোট পাওয়ায় সিরিজ থেকে ছিটকে পড়েছিলেন ২৬ বছর বয়সী এই পেসার। এই চোট থেকে সেরেও উঠেছিলেন ফিন। কিন্তু বিশ্বকাপের অনুশীলন পর্বে বল করতে গিয়ে আবারও মাঠের বাইরে চলে গেলেন তিনি। ফিনের পরিবর্তে লিয়াম প্লাঙ্কেটকে দলে নিয়েছে ইংল্যান্ড। ইংলিশ জর্সি গায়ে এ পর্যন্ত ৩টি টি-টোয়েন্টি খেলা ৩০ বছর বয়সী এই পেসার সবশেষ ম্যাচটি খেলেন গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে। আগামী ৮ মার্চ ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ইংল্যান্ড খেলবে ১ নম্বর গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো হলো ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও প্রথম রাউন্ড থেকে আসা একটি দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপের আগে ধাক্কা খেল ইংল্যান্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ