Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সার প্রতিশোধ, সেভিয়ার প্রেরণার ম্যাচ

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত বার্সেলোনা। কাতালান জায়ান্টরা সবশেষ হেরেছিল গত ৩ অক্টোবর। সেভিয়ার মাঠ থেকে ২-১ গোলে হেরে আসার পর থেকেই অদম্য লুইস এনরিকের দল। সেই মাঝারি সারির দলটির বিপক্ষে লিগের ফিরতি পর্বের ম্যাচটি লিওনেল মেসিদের জন্য তাই প্রতিশোধের উপলক্ষও। আজ রাতে ক্যাম্প ন্যুতে সেই উপলক্ষ্যে নতুন রং ছড়াতে বার্সা তাকিয়ে দলের তিন তারকার দিকে।
গত ৩৩ ম্যাচে প্রতিপক্ষের জালে ১০০ গোল করেছে বার্সেলোনা; আর খেয়েছে মাত্র ১৮ গোল। মেসি, লুইস সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে গড়া বার্সেলোনার আক্রমণভাগ দুর্দান্ত ফর্মে রয়েছে। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত তিনজনে মিলে করেছেন ৫৮টি গোল। তাঁরা তিনজন যখন মাঠে থাকেন, ফুটবল ছাপিয়ে খেলাটি হয়ে ওঠে যেন শিল্প। দারুণভাবে তাঁরা তুলির পরশে এঁকে চলেছেন মনে রাখার মতো সব ছবি। সেসব ছবির পরতে পরতে লুকিয়ে থাকে সৌন্দর্য, যা দেখে অবিশ্বাস্য মনে হয় অনেকের কাছেই। বার্সেলোনার জার্সিতে এভাবেই জাদুর ছোঁয়ায় ফুটবল বিশ্বকে আবিষ্ট করে রেখেছেন মেসি-সুয়ারেজ-নেইমার, ভক্তরা যাঁদের ডাকে ‘এমএসএন’ নামে। বার্সা ত্রয়ীর এমন পারফরম্যান্স চোখে মায়াঞ্জন বোলাচ্ছে ইউরোপের অন্য ক্লাবগুলোর কর্মকর্তাদেরও।
তিনজনের মধ্যে উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেসের রূপটাই সবচেয়ে বিধ্বংসী। ২৫ গোল করে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। নেইমারের গোল ১৮টি। মেসি করেছেন ১৫ গোল। সতীর্থদের দিয়ে এ মৌসুমে লিগে ১০টি গোল করিয়েছেন সুয়ারেস, যেটা এখন পর্যন্ত লিগে সর্বোচ্চ গোলে সহযোগিতা। দ্বিতীয় সর্বোচ্চ সহযোগিতা নেইমারের (৯টি)। আর মেসি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৭টি। তাই এই আক্রমণত্রয়ী তাদের স্বাভাবিক ছন্দ ধরে রাখলে সেভিয়ার বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য পূরণ হবে তো বটেই, আরেকটি বড় জয়ের স্বপ্নও দেখতে পারে বার্সেলোনা সমর্থকেরা। ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা অবশ্য নিজেদের খেলাটা খেলে যেতে চাইবে। আর এটা করতে পারলে প্রতিশোধের আশা করতেই পারে ক্লাবটির সমর্থকরা। বড় ব্যবধানে টেবিলের শীর্ষে অবস্থান করেও আত্মতুষ্টিতে ভুগছেন না দলটির কোচ লুইস এনরিকে। কণ্ঠে ঝরলো প্রতিরোধ আর প্রত্যয়ের সুর, ‘আমরা বিশ্বের সেরা দলের ব্যানারে খেলছি। অবস্থান শক্ত হলেও শিরোপার পথটা এখনও অনেক দূরে। এখনই ওসব কিছু না ভেবে উদ্যোম নিয়েই খেলে যেতে চাই। এই মুহূর্তে আমাদের ভাবনায় পরবর্তী ম্যাচ, সেভিয়া। যাদের সাথে হেরেছিলাম আমরা।’
ক্যাম্প ন্যুতে স্পেনের শীর্ষ লিগে দল দুটির মুখোমুখি লড়াইয়ের সাম্প্রতিক পরিসংখ্যানেও বার্সেলোনা একতরফা এগিয়ে। কাতালুনিয়ার ক্লাবটির মাঠে সবশেষ ১২ ম্যাচে কোনো জয় নেই সেভিয়ার। বার্সেলোনার মাঠে সবশেষ তারা জিতেছিল ২০০২ সালে। তবে ২৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা সেভিয়ার খেলোয়াড়দের তবুও আত্মবিশ্বাসের অভাব নেই, ‘আমরা সবাই জানি, তারা কতটা ভালো দল। শুধু আক্রমণেই নয়, রক্ষণেও ভালো তারা। নিখুঁত একটি ম্যাচ খেলতে এবং রক্ষণে ভালো করার পাশাপাশি সুযোগগুলো কাজে লাগাতে আমাদের পরিশ্রম করতে হবে।’
তবে এতসব সমীকরণকে থাকা সত্ত্বেও সেভিয়া মিডফিল্ডার ভিসেন্তে ইবোররার মুখে ঝাঁঝই ঝরলো। মেসি-নেইমারদের একটা হুমকিই বরং দিয়ে রেখেছেন ইবোররা, ‘বার্সেলোনার বিপক্ষে খেলা সব সময়ই প্রেরণাদায়ক। ভালো একটি ম্যাচ খেলতে আমরা পরিশ্রম করব। আমি নিশ্চিত, আমরা যে কোনো মাঠে জিততে পারি। তাহলে ক্যাম্প ন্যুতে কেন নয়?’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ
function like(cid) { var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "clike_"+cid; //alert(xmlhttp.responseText); document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com/api/insert_comment_like.php?cid="+cid; xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } function dislike(cid) { var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "cdislike_"+cid; document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com/api/insert_comment_dislike.php?cid="+cid; xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } function rlike(rid) { //alert(rid); var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "rlike_"+rid; //alert(xmlhttp.responseText); document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com/api/insert_reply_like.php?rid="+rid; //alert(url); xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } function rdislike(rid){ var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "rdislike_"+rid; //alert(xmlhttp.responseText); document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com/api/insert_reply_dislike.php?rid="+rid; xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } function nclike(nid){ var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "nlike"; document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com//api/insert_news_comment_like.php?nid="+nid; xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } $("#ar_news_content img").each(function() { var imageCaption = $(this).attr("alt"); if (imageCaption != '') { var imgWidth = $(this).width(); var imgHeight = $(this).height(); var position = $(this).position(); var positionTop = (position.top + imgHeight - 26) /*$("" + imageCaption + "").css({ "position": "absolute", "top": positionTop + "px", "left": "0", "width": imgWidth + "px" }).insertAfter(this); */ $("" + imageCaption + "").css({ "margin-bottom": "10px" }).insertAfter(this); } }); -->