Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

সংস্কারপন্থীদের এগিয়ে থাকার আভাস ভোট শেষ, এবার ফলের অপেক্ষা

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের ১০ম জাতীয় সংসদ নির্বাচন এবং বিশেষজ্ঞ পরিষদের ৫ম নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সংস্কারপন্থীদের এগিয়ে থাকার আভাস পাওয়া গেছে। বিপুল সংখ্যক ভোটার উপস্থিতির কারণে দেশটির রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি শহর ও প্রদেশে অন্তত পাঁচ দফা সময় বাড়িয়ে স্থানীয় সময় গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় ভোটগ্রহণ শেষ হয় এবং এখন ভোট গণনার কাজ শুরু চলছে। গত শুক্রবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। কিন্তু শেষ মুহূর্তেও ভোটারদের উপস্থিতি ব্যাপক থাকার কারণে চার দফায় সময় বাড়াতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সন্ধ্যায় বিপুল ভোটারের ভোটগ্রহণ শেষ না হওয়ায় প্রথমে দুই ঘণ্টা সময় বাড়ানো হয়। সে অনুযায়ী রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রাত ৮টার সময়ও বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতির কারণে আরো এক ঘণ্টা সময় বাড়ানো হয়। পরে সে সময়ের ভেতরেও বহু ভোটারের ভোট দেয়া শেষ না হওয়ায় আরো এক ঘণ্টা সময় বাড়িয়ে রাত ১০টা করা হয়। পরে সে সময় বাড়িয়ে রাত পৌনে বারোটায় ভোট গ্রহণের কাজ শেষ করা হয়। এবারের নির্বাচনে সারা দেশে মোট ৫২ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয় এবং ভোটার সংখ্যা ছিল পাঁচ কোটি ৪৯ লাখ ১৫ হাজার ২৪ জন। জাতীয় সংসদের ২৯০টি আসনের জন্য সংশোধিত তালিকা অনুসারে প্রার্থী হয়েছেন ৪,৮৪৪ জন। এরমধ্যে নারী প্রার্থী রয়েছেন ৫শ জন। ২৯০টি আসনের মধ্যে ২০টি আসন রয়েছে অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। ইরানের সংসদে শতকরা আট ভাগ রয়েছে নারী আসন। সারা দেশে প্রতিটি আসনের বিপরীতে গড়ে ২১ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাজধানী তেহরানে ৩০টি আসনের জন্য ১হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচিত প্রতিনিধিরা আগামী ৩ মে থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন এবং চার বছরের জন্য দায়িত্ব পালন শুরু করবেন। এছাড়া, বিশেষজ্ঞ পরিষদের জন্য ৮৮ জন সদস্য নির্বাচিত হবেন। বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা আট বছরের জন্য দায়িত্ব পালন করবেন। রেডিও তেহরান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংস্কারপন্থীদের এগিয়ে থাকার আভাস ভোট শেষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ