Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ আটে বাংলাদেশের সামনে মিসর

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

জাহেদ খোকন : বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে ‘এ’ পুলে নিজেদের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে বলা যায় লাল-সবুজদের পরের রাউন্ডে খেলা অসম্ভবই হয়ে গেল। গতকাল বিকেলে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ওমান ৩-২ গোলে হারায় বাংলাদেশকে। এই জয়ে বিজয়ীরা গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটলেও শেষ আটে খেলার সুযোগ পাচ্ছে লাল-সবুজরাও। তবে এই পর্বে বাংলাদেশের সামনে পড়ছে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২০তম স্থানে থাকা শক্তিশালী মিসর। যাদের সঙ্গে পেরে ওঠা প্রায় অসম্ভবই বলা যায়। আজ টুর্নামেন্টের বিরতি। শেষ আটে আগামীকাল বাংলাদেশ মুখোমুখি হবে মিসরের। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি। অথচ কাল ওমানকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ঘানাকে পেতো স্বাগতিকরা। যাদের বিপক্ষে জেতা সম্ভব ছিল জিমি বাহিনীর। আর তাই জোরালোভাবেই টিকে থাকতো টুর্নামেন্টের শেষ চারে যাওয়ার স্বপ্ন।
এর আগে ঘরের মাঠে ওমানের কাছে হারেনি বাংলাদেশ। ২০১৩ সালে ৬-১ গোলে জয়ের পর গত বছর অনূর্ধ্ব-১৮ এশিয়ান কাপে ১০-০ গোলে জিতেছিল লাল-সবুজরা। তবে ২০১৪ সালে ইনচন এশিয়ান গেমসে এই ওমানের কাছে ৩-২ গোলের হার ছিল বাংলাদেশের। পরের বছর জানুয়ারিতে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব হকি লিগের প্রথম পর্বে ওমান পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে হারায় লাল-সবুজদের। ওই ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে শেষ হলে শুটআউটে ফলাফল নির্ধারণ হয়। তখন ওমানের কোচ ছিলেন অলিভার কার্টজ। এখন তিনি বাংলাদেশের কোচ। আর এই অলিভারের তত্ত্ববধানে থেকেও ওমানকে হারাতে পারেনি জিমি বাহিনী। কারণটা জানাতে কাল ম্যাচ শেষে মিডিয়ার সামনেও আসেননি অলিভার। তবে গোলরক্ষক জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা হেরে গেলাম অনেকগুলো গোল মিসের কারণে। পেনাল্টি কর্নারে (পিসি) ব্যর্থ হয়েছি এবং সুযোগ পেয়েও ফিল্ড গোল করতে পারেননি ফরোয়ার্ডরা। তবে এখনো আমাদের সুযোগ আছে। আশা করছি, কোয়ার্টার ফাইনালে জয় নিয়ে ফিরতে পারব।’
গতকাল ওমানের বিপক্ষে গোলের জন্য হাপিত্যেস করতে দেখা গেছে বাংলাদেশকে। সুযোগের পর সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন ফরোয়ার্ডরা। ফলে যথারীতি হার নিয়েই টার্ফ ছেড়েছে লাল-সবুজরা। পিসি থেকে গোল খরা কাটাতেই পারছেন না বাংলাদেশের পিসি বিশেষজ্ঞ খ্যাত মামুনুর রহমান চয়ন এবং আশরাফুল ইসলাম। গ্রæপের তিন ম্যাচে একই দৃশ্য দেখা গেল। যদিও আগের ম্যাচে ফিজির বিপক্ষে পিসি থেকেই বড় জয় পেয়েছিল জিমি বাহিনী। কিন্তু ওমানের বিপক্ষে তা আর হয়নি। প্রত্যাশার চেয়ে গোলের সংখ্যা কম পাওয়ায় হার মানতে বাধ্য হয় স্বাগতিক দল। তবে ম্যাচের শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। ৯ মিনিটে পিসি থেকেই গোল পায় তারা। মিলন হোসেনের পুশে বল স্টপ করান ইমরান হাসান পিন্টু। সেই বলে গোল আদায় করে নেন চয়ন (১-০)। গোল শোধে খুব বেশি সময় নেয়নি ওমান। প্রথম কোয়ার্টারেই (১৪ মিনিট) পেনাল্টি স্ট্রোক (পিএস) থেকে গোল আদায় করে সমতায় ফেরান বাইত জানদাল (১-১)। এ সময় স্বাগতিক গোলরক্ষক অসীম গোপ ওমানের নাসেরি আশরাফকে ফাউল করলে পিএস পায় ওমান। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ১৭ মিনিটে অধিনায়ক জিমির থ্রæ থেকে রোমান সরকার কৌশলে ওমানি গোলরক্ষকের পায়ের ফাক দিয়ে গোল করে এগিয়ে নেন দলকে (২-১)। কিন্তু এর পরের কাহিনী ওমানের। ম্যাচের ২৫ মিনিটে হাসানি মুহানা গোল করে ফের সমতায় ফেরান দলকে (২-২)। পরের মিনিটে বাতাসি খালিদ দুর্দান্ত ড্রাগ অ্যান্ড পুশে গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ওমান। শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি বাংলাদেশের। তাই হার নিয়েই টার্ফ ছাড়ে তারা।
এদিকে দিনের প্রথম ম্যাচে মালয়েশিয়া ১১-১ গোলে ফিজিকে বিধ্বস্ত করে ‘এ’ পুলের শীর্ষ দল হিসেবে কোয়ার্টারে যায়। দ্বিতীয় ম্যাচে চীন ৫-১ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে ‘বি’ পুলে সেরা হয়। এবং তৃতীয় ম্যাচে মিসর পেনাল্টি শুটআউটে ৫-৩ গোলে ঘানাকে হারায়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমিমাংসিত ছিল। মিসর ‘বি’ পুলে দ্বিতীয় হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষ

২০ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ