Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে বাড়ির মূল্য দ্রুত বাড়ছে

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনে বাড়ির দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত জানুয়ারি মাসে কমপক্ষে ৭০টি শহরে বাড়ির দাম বেড়ে গেছে। এই সংবাদ জানিয়েছে সে দেশের ব্যুরো অব স্টাটিসটিকস বা এনবিএস। সংস্থাটি জানায়, গত ডিসেম্বর থেকে গত জানুয়ারি মাসে ৩৮টি শহরে বাড়ির দাম বেশি করে ধরা হয়েছে। শিনজিন প্রদেশে মাসের পর মাস দাম বৃদ্ধির বিষয়টি স্পষ্ট হয়ে উঠে। ডিসেম্বরে বাড়ির মূল্য বৃদ্ধি ছিল শতকরা ৩ দশমিক ২ ভাগ হারে। তার পরের মাসে অর্থাৎ জানুয়ারিতে এই বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১ ভাগ। তখন সাংহাইতে বাড়ির মূল্য বৃদ্ধি ছিল শতকরা ২.৬ পরিমাণ, মূল্য বৃদ্ধির ব্যাপারে এর পরেই স্থান হয়েছে নানজিংয়ের, যেখানে মূল্য বৃদ্ধি ঘটেছে শতকরা ২.৫ পয়েন্ট। এনবিএস সূত্রে আরো জানা যায়, ২০১৬ সালের জানুয়ারিতে চীনের বাড়ির মূল্য দুঃখজনক হারে বেড়ে গেছে। এনবিএস’র এক সিনিয়র কর্মকর্তা লিউ জিয়ান ওয়েই জানিয়েছেন, শহরের প্রবেশ দ্বারের বাড়িঘর ও সারিবদ্ধ সুশোভিত বাড়ির দাম বৃদ্ধি পেয়েছে বেশি এবং তা চোখে পড়ার মতো। স্টাটিসটিক ব্যুরো থেকে আরো জানান হয়েছে, এই বছর প্রথম শ্রেণীর বাড়ির মূল্য বৃদ্ধির হার হতে পারে ০.৫ পয়েন্ট ও নতুন বাড়ির বেলায় হতে পারে শতকরা ১.২ হারে। উল্লেখিত দুই শ্রেণীর বাড়ির মূল্য বৃদ্ধি পেয়েছে চীনের দ্বিতীয় পর্যায়ের শহরের বেলায় শতকরা ০.১ পয়েন্ট। নতুন বাড়ির ক্রয় বিক্রয়ের বেলায় গত মাসে মূল্য সমান ছিল তবে ডিসেম্বর মাসে ০.১ পয়েন্ট কম ছিল। বিএনএস কর্মকর্তা লিউ আরো জানিয়েছেন, এ বছরে প্রধান শহরের প্রবেশ পথের কাছে বাড়ির মূল্য বৃদ্ধি পাবে বেশি দ্বিতীয় পর্যায়ের শহরের বাড়ির মূল্য থেকে। ডেইলি সাংহাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনে বাড়ির মূল্য দ্রুত বাড়ছে

২৮ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ