বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবিতে মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সিলেট নগরীর বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সিলেট মহানগর সভাপতি আলহাজ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে কোর্টপ্রাঙ্গণে ন্যায়ের প্রতীক হিসেবে পবিত্র কুরআন এবং রাউয়েলের প্রতিচ্ছবি রয়েছে। অথচ শতকরা ৯৫ ভাগ মুসলমানের দেশে সুপ্রিম কোর্টসহ বিভিন্ন জায়গায় মূর্তি স্থাপন করা হচ্ছে। তিনি অবিলম্বে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করার দাবি জানিয়ে বলেন, অপসারণ না করা হলে যে পরিস্থিতি সৃষ্টি হবে, তার দায়ভার সরকারকেই বহন করতে হবে।
লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা এমরান আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছামিউর রহমান মুছা, মাওলানা আরিফুল হক ইদ্রিস, মাওলানা ফাহাদ আমান, হাফিজ মাওলানা মামুন আহমদ, মাওলানা আমিন আহমদ রাজু, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, অধ্যক্ষ মো. বদরুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার সেক্রেটারি ছাদিক ছালিম, প্রশিক্ষণ সম্পাদক রশিদ মোস্তাক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।