পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ভিসা ব্রান্ডেড ইএমভি চিপ কার্ডের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিসা ব্রান্ডেড ইএমভি চিপ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবিরসহ ব্যাংকের অন্যান্য ঊর্র্ধ্বতন নির্বাহীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ব্যাংকের অতিরিক্ত নিরাপত্তা সম্বলিত ইএমভি চিপ কার্ডগুলো হলো এমডিবি ভিসা প্লেটিনাম, এমডিবি ভিসা গোল্ড, এমডিবি ভিসা প্রিপেড এবং এমডিবি ভিসা ডেভিড কার্ড, যা বিশ্বব্যাপী প্রতারণা প্রতিরোধ ব্যবস্থা পরিপালনে ব্যাংকের একটি পদক্ষেপ। মো. আহসান-উজ জামান ব্যাংকের ইএমভি চিপ কার্ডসমূহের বিভিন্ন সুবিধাগুলো তুলে ধরেন এবং ভবিষ্যতে ব্যাংক আরো নিত্যনতুন ব্যাংকিং প্রোডাক্টস ও সেবা নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং মো. জাহিদ হোসেন, হেড অব ক্রেডিট মানিরুল ইসলাম, হেড অব ইমার্জিং ক্রেডিট এন্ড স্পেশাল প্রোগ্রামস মোহাম্মদ ইকবাল, হেড অব রিটেল ডিসট্রিবিউশন মো. রিদওয়ানুল হক, হেড অব কার্ডস মো. মোস্তাফিজুর রহমানসহ ব্যাংকের অন্যান্য ঊর্র্ধ্বতন নির্বাহীবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।