Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র আয়োজিত মহড়ায় চীনা রণতরী অংশ নেবে

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পরস্পরবিরোধী অবস্থান যখন স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে এবং দক্ষিণ চীন সাগর নিয়ে দেশ দুটির সম্পর্কে টানাপোড়েন চরম পর্যায়ে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নৌমহড়ায় অংশগ্রহণের ঘোষণা দিয়েছে চীন। রিম অব প্যাসিফিক এক্সারসাইজ বা রিমপ্যাক নামের এ নৌমহড়া অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের উপকূলে। প্রতি দু’বছর পর পর এই রিমপ্যাকের আয়োজন করা হয়। একে বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক মহড়া বলা হয়ে থাকে। অবশ্য মহড়ায় বেইজিংয়ের অংশগ্রহণ বন্ধে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদসহ বিভিন্ন মহল তৎপরতা চালিয়েছিল বলে বিশ্লেষকরা মনে করছেন। মহড়ায় অংশগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করে বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেছেন, ঐতিহ্যগত নয় এমন সব হুমকি মোকাবেলায় চীনা নৌবাহিনীর উন্নয়ন ঘটাতে সহায়তা করবে রিমপ্যাক। অবশ্য মহড়ায় চীন কয়টি যুদ্ধজাহাজ পাঠাবে সে কথা উল্লেখ করা হয়নি। খবরে বলা হয়, কূটনৈতিক ক্ষেত্রে নিজেদের জায়গা অনেক পাকাপোক্ত করতেই মার্কিন নৌসেনার সঙ্গে যৌথ মহড়ায় যাওয়ার কথা ঘোষণা করেছে চীন। প্রশান্ত মহাসাগরীয় এই মহড়ায় ২০১৪ সালেও চীন অংশ নিয়েছিল। মহড়ায় ছিল প্রায় বিশটিরও বেশি দেশ। প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরে চীনের দাবিকৃত দ্বীপের পানিসীমায় বেশ কয়েকবার যুদ্ধজাহাজ প্রবেশ করিয়েছে যুক্তরাষ্ট্র। বেজিংও এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। সেই পরিস্থিতিতে রিমপ্যাক মহড়ায় অংশগ্রহণে চীনের ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহল। রয়টার্স, টাইমস অফ ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র আয়োজিত মহড়ায় চীনা রণতরী অংশ নেবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ